facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকরা শেষ পর্যন্ত পদ হারাচ্ছেন


১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার, ১১:০৯  পিএম

নিজস্ব প্রতিবেদক


শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকরা শেষ পর্যন্ত পদ হারাচ্ছেন

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আল্টিমেটাম অনুসারে ৪৫ দিনের মধ্যে নূন্যতম ২ শতাংশ শেয়ারধারণে ব্যর্থ পরিচালকেরা তাদের পদ হারাতে যাচ্ছেন।

তালিকাভুক্ত ৯ কোম্পানির ১৭ পরিচালক ২ শতাংশ শেয়ার না থাকার কারণে তাদের পদ হারাবেন। আগামী রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে কশিমন সূত্রে জানা গেছে।

 

তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ জন পরিচালককে ৪৫ দিনের মধ্যে নূন্যতম ২ শতাংশ শেয়ার ধারণে এ বছরের ২ জুলাই আল্টিমেটাম দিয়েছিল বিএসইসি। কমিশনের আল্টিমেটার পাওয়ার পর ২৫ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ করেছে। ১৯ জন পরিচালক পদ থেকে পদত্যাগ করেছে। আর ১৭ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ কিংবা পর্ষদ থেকে পদত্যাগ কোনোটাই করেন নি। এর ফলে আইনানুসারে তাদেরকে পরিচালক পদ হারাতে হবে। অবশ্য আদালমে মামলা থাকার কারণে ১ পরিচালকের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বিএসইসি। মামলা নিষ্পত্তির পর এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

যে ৯টি কোম্পানির ১৭ পরিচালককে অপসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), ইস্টার্ন ইনস্যুরেন্স, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, ইনটেক লিমিটেড, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: