facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

শিল্প আঁকতে পিঠ ভাড়া!


০৩ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার, ০৪:১৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


শিল্প আঁকতে পিঠ ভাড়া!

টিম স্টেইনারের পিঠজুড়ে নানা রঙের অসাধারণ ট্যাটু। এটি এঁকেছেন এক বিখ্যাত শিল্পী। তবে এই শিল্পটির মালিক এখন এক জার্মান শিল্প সংগ্রাহক। নিজের পিঠটিও বিক্রি করে দিয়েছেন স্টেইনার! তিনি যখন মারা যাবেন তখন তার পিঠের চামড়া ছিলে ফ্রেমবন্দি করা হবে। আর মরার আগে পর্যন্ত বিভিন্ন গ্যালারিতে বছরে অন্তত তিনবার প্রদর্শনীর জন্য উদোম গায়ে পেছন ফিরে মূর্তির মতো বসে থাকতে হবে তাকে।

৪০ বছর বয়সী স্টেইনার জুরিখের একটি জনপ্রিয় ট্যাটু পার্লারের ব্যবস্থাপক ছিলেন। আজ থেকে এক দশক আগে গার্লফ্রেন্ডের উৎসাহে বেলজিয়ামের বিখ্যাত ট্যাটু শিল্পী উইম ডেলভয়ের সঙ্গে দেখা করেন তিনি। এই লোকটি শূকরের গায়ে ট্যাটু করার জন্য বিশ্বব্যাপী আলোচিত এবং সমালোচিত।

ডেলভয় তাকে প্রস্তাব দেন, তার মাথায় নতুন একটি ট্যাটুর আইডিয়া আছে। এর জন্য এমন একজনকে খুঁজছেন যিনি তার পিঠটাকে ক্যানভাস হিসেবে ব্যবহার করতে দিতে রাজি হবেন।
এক কথায়ই রাজি হয়ে যান স্টেইনার। দুই বছর পর শুরু হয় আঁকা। স্টেইনারের পিঠজুড়ে আঁকা হয় ম্যাডোনা, মেক্সিকান স্টাইলের মাথার খুলি, হলুদ রেখা, লাল-নীল গোলাপ, চীনা কই মাছের পিঠে আরোহিত শিশু এবং ভাসমান পদ্ম। ট্যাটুর ডান পাশে রয়েছে শিল্পীর স্বাক্ষর। এটি আঁকতে সময় লাগে ৪০ ঘণ্টা।

শিল্পকর্মটির নাম দেয়া হয়েছে টিম (TIM)। এটি ১ লাখ ৩০ হাজার পাউন্ডে কিনে নিয়েছেন জার্মান শিল্প সংগ্রাহক রিক রেইনকিং। এর এক তৃতীয়াংশ অর্থ পেয়েছেন স্টেইনার।
তবে শর্ত হলো স্টেইনার মারা গেলে তার পিঠের চামড়া তুলে ফ্রেমে ভরে সেটি রাখা হবে রেইনকিং এর সংগ্রহশালায়।

চুক্তি অনুযায়ী, স্টেইনার বছরের কমপক্ষে তিনটি প্রদর্শনীতে শার্ট খুলে পিঠ দেখিয়ে বসে থাকবেন।

তার প্রথম প্রদর্শনীটি হয় ২০০৬ সালের জুনে জুরিখে। সর্বশেষ প্রদর্শনীটি শেষ হলো গত ৩১ জানুয়ারি তাসমানিয়ার হোবার্টে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ