facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

শাইনপুকুর সিরামিকের আর্থিক হিসাবে গোজামিল


১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার, ০৭:১৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


শাইনপুকুর সিরামিকের আর্থিক হিসাবে গোজামিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকের আর্থিক হিসাবে গরমিল রয়েছে। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ পণ্য বিক্রয় ও কমপ্রেহেনসিভ লোকসানে মিথ্যা তথ্য প্রকাশ করেছে।

কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৯ মাসের হিসাবে এ গরমিল তথ্য প্রকাশ করা হয়েছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিয়মানুযায়ি, তালিকাভুক্ত প্রত্যেকটি কোম্পানিকে প্রতিটি প্রান্তিকের বা প্রতি ৩ মাসের ব্যবসার উপর আর্থিক হিসাব প্রকাশ করতে হয়। এক্ষেত্রে শাইনপুকুর সিরামিক কর্তৃপক্ষও ডিএসইতে প্রান্তিকগুলোর আর্থিক হিসাব জমা দিয়েছে। কিন্তু কোম্পানিরই প্রদত্ত প্রান্তিক হিসাবগুলোর সঙ্গে তাদেরই মোট হিসাবের যোগফলে মিলছে না। যাতে ভুল আর্থিক হিসাব বলে ডিএসই কর্তৃপক্ষ ‘লাল’ চিহ্নিত করে রেখেছে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, শাইনপুকুর সিরামিক কর্তৃপক্ষ ১ম প্রান্তিকে ২৯ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকা, ২য় প্রান্তিকে ৩৬ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা এবং ৩য় প্রান্তিকে ৩৯ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকার পণ্য বিক্রয় করেছে বলে ডিএসইতে তথ্য প্রদান করেছে। এ হিসাবে কোম্পানির প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে বিক্রয়ের পরিমাণ দাঁড়ায় ৬৫ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ দেখিয়েছে ৬৬ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ ৪৬ লাখ ৯০ হাজার টাকা বেশি বিক্রয় দেখিয়েছে।
অন্যদিকে, ৩ প্রান্তিকে বা ৯ মাসে হয় বিক্রয় দাড়ায় ১০৫ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এক্ষেত্রে ১০৫ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা দেখিয়েছে। এ হিসাবে ১৭ লাখ ৪০ হাজার টাকার কম বিক্রয় দেখানো হয়েছে।

এদিকে মোট কমপ্রেহেনসিভ ইনকাম হিসাবে কোম্পানি কর্তৃপক্ষ ১ম প্রান্তিকে ২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা এবং ২য় প্রান্তিকে ৬০ লাখ টাকা লোকসান দেখিয়েছে। যাতে ২ প্রান্তিকে বা ৬ মাসে মোট লোকসানের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ দুই প্রান্তিকে ২ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা দেখিয়েছে। যাতে লোকসানের পরিমাণ ১৫ লাখ ২০ হাজার টাকা কম দেখানো হয়েছে।

শাইনপুকুর সিরামিক কর্তৃপক্ষ ৩ প্রান্তিকের বা ৯ মাসের আর্থিক হিসাবেও কমপ্রেহেনসিভ নিয়ে গরমিল তথ্য দিয়েছে। কোম্পানি কর্তৃপক্ষের প্রদত্ত ৩য় প্রান্তিকে ২ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা কমপ্রেহেনসিভ ইনকামের ফলে ৩য় প্রান্তিক শেষে লোকসানের পরিমাণ দাড়ায় ৪৩ লাখ ৭০ হাজার টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এ লোকসানের পরিমাণ দেখিয়েছে ২৮ লাখ ৬০ হাজার টাকা। এক্ষেত্রে ১৫ লাখ ১০ হাজার টাকার কম লোকসান দেখানো হয়েছে।

উল্লেখ্য শনিবার (১৬ সেপ্টেম্বর) শাইনপুকুর সিরামিকের শেয়ার দর দাড়িয়েছে ১৫.৯০ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: