facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

শরীয়তপুরের ৩১ গ্রামে ঈদ উদযাপন


০১ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার, ১২:২০  পিএম

শেয়ার বিজনেস24.কম


শরীয়তপুরের ৩১ গ্রামে ঈদ উদযাপন

শরীয়তপুরের চার উপজেলার ৩১টি গ্রামে সুরেশ্বর পীরের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করছেন। সুরেশ্বর পীরের অন্তত ৯ হাজার ভক্ত আজ ঈদ উদযাপন করছেন।

সুরেশ্বর পীরের দরবার সূত্র জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ১শ বছর ধরে সুরেশ্বর পীরের দরবারের সকল ভক্ত ও মুরিদরা একই নিয়মে ঈদ পালন করে থাকে। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নীথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩১টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ৯ হাজারের বেশি নারী পুরুষ শুক্রবার সকালে নামাজ শেষে সেমাই ও শিরনি খেয়ে ঈদ আনন্দে মেতে ওঠেন।

সুরেশ্বর পীরের বর্তমান গদিনীশীন মুতাওয়াল্লী সৈয়দ কামাল নুরী বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করি। এবার অন্তত ৯ হাজার মুরিদ আমাদের সঙ্গে শুক্রবার ঈদ পালন করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: