facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

শরীয়তপুরে হত্যা মামলার ৪২ আসামি কারাগারে


১৮ জানুয়ারি ২০১৭ বুধবার, ০৯:১০  পিএম

এমএ ওয়াদুদ মিয়া, শরীয়তপুর

শেয়ার বিজনেস24.কম


শরীয়তপুরে হত্যা মামলার ৪২ আসামি কারাগারে

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে বোমা হামলায় নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার ৪২ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে শরীয়তপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ৮ টায় জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আধপত্য বিস্তারকে কেন্দ্র করে বড়কান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজ সরদার এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফি খলিফার সমর্থদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে বোমার আঘাতে শফি খলিফার সমর্থক হোসেন খাঁ (৩২) নামে এক আওয়ামী লীগের কর্মী নিহত হয়। এ ঘটনায় নিহত হোসেন খার ভাই আলমগীর খা বাদী হয়ে বড় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপ-সম্পাদক আমিনুল ইসলাম রতনসহ ৬৫ জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

আসামি পক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান নজরুল বলেন, দুটি মামলায় মোট ৪২ জন আসামি আদালতে আত্মসর্মপণ করে। এসব আসামির বিরুদ্ধে জামিন অযোগ্য কোনো অভিযোগ নাই। শুধুমাত্র হত্যা মামলা বলে আদালতের বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: