facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

শরীয়তপুরে বাছাই কমিটি থেকে জেলা কমান্ডারকে বাদ দেওয়ায় ক্ষোভ


১১ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার, ০৭:২৬  পিএম

শরীয়তপুর করেসপন্ডেন্ট

শেয়ার বিজনেস24.কম


শরীয়তপুরে বাছাই কমিটি থেকে জেলা কমান্ডারকে বাদ দেওয়ায় ক্ষোভ

শরীয়তপুরে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটি থেকে জেলা কমান্ডার আব্দুস ছাত্তার খানকে সভাপতির পদ থেকে বাদ দেওয়ায় ওই প্রক্রিয়া পণ্ড হয়ে গেছে। এতে কমিটির অন্য সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটির বর্তমান সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়া বাছাই কমিটির অন্যান্য সদস্য সভায় অংশগ্রহণ না করায়  মুক্তিযোদ্ধাদের নির্ধারিত তারিখে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়নি।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি শরীয়তপুর সদর এবং গোসাইরহাট উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটিতে শরীয়তপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার আব্দুস ছাত্তার খানকে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয়। ওই অনুযায়ী গোসাইরহাট উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন।

গত ৮ ফেব্রুয়ারি শরীয়তপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার আব্দুস ছাত্তার খানকে যাচাই বাছাই কমিটির সভাপতি পদ থেকে বাদ দিয়ে নতুন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়াকে যাচাই বাছাই কমিটির সভাপতি করা হয়। শনিবার ছিল সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সভার পূর্ব নির্ধারিত তারিখ। সে মোতাবেক সকাল ৯টায় শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যাচাই বাছাই কমিটির সকল সদস্যসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা সমবেত হন। সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান শরীয়তপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার আব্দুস ছাত্তার খানকে মোবাইল ফোনে বলেন সভাপতির পদ পরিবর্তন হয়েছে। আপনি অতিথি হিসেবে যাচাই বাছাই সভায় থাকতে পারেন। তারই প্রেক্ষিতে ছাত্তার খান বলেন, সভাপতির পদ পরিবর্তন হয়েছে এ মর্মে আমি কোনো চিঠি পাইনি। ঘটনাটি কমিটির অন্যান্য সদস্যরা শোনার পর ক্ষুব্ধ হয়ে পড়েন এবং মুক্তিযোদ্ধারা যাচাই বাছাই কমিটির সভায় অংশগ্রহণ থেকে বিরত থাকেন। যার ফলে পণ্ড হয়ে যায় শরীয়তপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া।

এ ব্যাপারে শরীয়তপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার আব্দুস ছাত্তার খানের সঙ্গে মুঠোফোনে আলাপ কালে তিনি বলেন, হাঠাৎ করে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটি থেকে সভাপতির পদ পরিবর্তন করা হয়েছে। শনিবার সকালে ইউএনও সাহেব আমাকে বিষয়টি অবহিত করেছেন। তাই আমি সভায় অংশ গ্রহণ করিনি। যাচাই বাছাই কমিটির অন্য ৫ সদস্যও অংশগ্রহণ করেনি।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শুক্রবার রাতে হঠাৎ করে সভাপতি পরিবর্তন করা হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করতে চেয়েছিলাম। কিন্তু সভায় কমিটির অন্য সদস্যরা উপস্থিত না হওয়ায় যাচাই বাছাই করা সম্ভব হয়নি।


শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: