facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

শরীয়তপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ


১৯ মে ২০১৭ শুক্রবার, ০৮:২৭  পিএম

এমএ ওয়াদুদ মিয়া, শরীয়তপুর

শেয়ার বিজনেস24.কম


শরীয়তপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নবাসী।

শুক্রবার বিকেল ৫টায় চন্দ্রপুর এএইচপি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ হয়।

চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুর জাব্বার শেখের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক মোল্যা, ৭ নং ওয়ার্ড মেম্বার আবদুল গনি মাদবর, আমজাদ চোকদার, হায়দার হোসেন তালুকদার, সাবেক মেম্বার লালু খান, সাবেক মেম্বার আবদুস সোবহান মাদবর প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা চন্দ্র পুর ইউনিয়নে রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। তাদের দাবি যদি দুই দিনের মধ্যে মানা না হয় তাহলে বিদ্যুৎ বিভাগকে বিদ্যুতের বিল দেওয়া বন্ধ করা হবে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিভাগের কোনো লোকের প্রতি যদি কোনো অসৌজন্যমূলক আচরণ করা হয় সেজন্য বিদ্যুৎ বিভাগের লোকজনই দায়ী থাকবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: