facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

লভ্যাংশ নির্ধারণী সভা ডেকেছে ৪ কোম্পানি


১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার, ০২:১৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


লভ্যাংশ নির্ধারণী সভা ডেকেছে ৪ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চার কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে।

এগুলো হলো- প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইল, ইফাদ অটোমোবাইল ও নাভানা সিএনজি এবং ওষুধ খাতের কোম্পানি রেনাটা।

কোম্পানি চারটির সভায় চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

সাধারণত পরিচালনা পর্ষদের এ ধরণের সভা শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসে।

* আগামী ১৯ অক্টোবর দুপুর ২টা ৪৫ মিনিটে আফতাব অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের সভা হবে।

১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ ক্যাটাগরির এই কোম্পানি ২০১৬ সালে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

* ইফাদ অটোজের পরিচালনা পর্ষদের সভা ১৮ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে ২০১৫ সালে তালিকাভুক্ত এ ক্যাটাগরির এই কোম্পানি গত বছর শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।

* প্রকৌশল খাতের আরেক কোম্পানি নাভানা সিএনজি ১৯ অক্টোবর বিকাল ৩টা ৪৫ মিনিটে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে।

২০০৯ সালে তালিকাভুক্ত এই কোম্পানি কোম্পানিটি ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

* ওষুধ কোম্পানি রেনেটার পরিচালনা পর্ষদের সভা ২১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় বসবে।

পুঁজিবাজারে ১৯৮৯ সালে তালিকাভুক্ত এ ক্যাটাগরি এই কোম্পানি ২০১৬ সালে ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার ৮৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: