facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

লঙ্কান শিবিরে ফের আঘাত হানলেন নাসির


১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার, ০৫:২১  পিএম

নিজস্ব প্রতিবেদন

শেয়ার বিজনেস24.কম


লঙ্কান শিবিরে ফের আঘাত হানলেন নাসির

ম্যাচের প্রথম ওভারেই স্পিনার নাসির হোসেনে ভরসা রাখলেন টাইগার দলপতি। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই ঘূর্ণি বাকে লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরাকে বোল্ড আউট করে অধিনায়কের মান রাখেন নাসির।

যদিও এর আগে ম্যাচের ২য় ওভারেই মাশরাফির বলে এলবিডব্লিউর ফাঁদে পরেছিলেন উপুল থারাঙ্গা, রিভিউর কল্যাণে সেই যাত্রায় বেঁচে যান তিনি। তবে নাসির ঘূর্ণিতে কুপোকাত হন কুশল।

ফের ম্যাচের দশম ওভারে নাসিরের বলে লং অনে ক্যাচের শিকার হন উপুল থারাঙ্গা। ৩৫ বলে ২৫ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

এদিকে, ত্রিদেশীয় সিরিজে নিজেদের ২য় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ৩২১ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তামিম-সাকিব ও মুশফিকের ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

জবাবে ব্যাট করছে হাথুরু বাহিনী। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১০ ওভার ১ বল শেষে ২ উইকেটে ৪৪ রান। ব্যাট করছে, কুশল মেন্ডিস ১০* (২২), নিরোশান ডিকভেলা ৩* (২)

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩২০/৬ (৫০ ওভার)। সর্বোচ্চ স্কোর: তামিম ইকবাল: ৮৪ (১০২)।
টার্গেট: ৩২১
শ্রীলঙ্কা: ৪৪/২ (১০.১ ওভার)।
কুশল মেন্ডিস ১০* (২২) নিরোশান ডিকভেলা ৩* (২)। সর্বশেষ উইকেট- কুশল পেরেরা ১ (২)। উপুল থারাঙ্গা ১২* (২১)।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: