facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

রেলের পাটাতনে বাঁশের ব্যবহার নতুন নয়


২৩ জানুয়ারি ২০১৭ সোমবার, ০২:৫৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


রেলের পাটাতনে বাঁশের ব্যবহার নতুন নয়

রেলসেতুর পাটাতনে বাঁশের ব্যবহার নতুন নয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, "রেলপথের সেতুর পাটাতনে বাঁশ ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে বাঁশের ব্যবহার নতুন নয়। এ নিয়ে প্রকাশিত খবরের ফলেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে নতুন কোচের একটি ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মুজিবুল হক বলেন, "এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অচিরেই ইন্দোনেশিয়া থেকে আনা প্রায় ২০০টি নতুন কোচ বহরে যোগ হবে।
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইনের কাজ শুরু হয়েছে, যা খুব দ্রুত সম্পন্ন হবে। "

এছাড়াও তিনি জানান, কক্সবাজার ও বরিশাল পর্যন্ত রেললাইন তৈরির প্রকল্পও দ্রুত শেষ হবে। আগামী দুই বছরের মধ্যে রেলের প্রকল্পগুলো শেষ হলে এ খাতে যুগান্তকারী উন্নয়ন হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: