facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

রাষ্ট্রপতির গঠিত নির্বাচন কমিশনেই আগামী নির্বাচন : মতিয়া


১৮ জানুয়ারি ২০১৭ বুধবার, ০৭:১৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


রাষ্ট্রপতির গঠিত নির্বাচন কমিশনেই আগামী নির্বাচন : মতিয়া

মহামাণ্য রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন তার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বুধবার ১৮ জানুয়ারি সকালে শেরপুরের নালিতাবাড়ীর গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গরীব ও মেধাবী শিশুদের মধ্যে শীতবস্ত্র ও আর্থিক প্রণোদনা বিতরণকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ``ওরা বলে সরকারকে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কথা বলতে হবে। কিন্তু কী কারণে আপনাদের সাথে কথা বলতে হবে? নির্বাচনে আসলে আসবেন, না আসলে নাই। নির্বাচনে আসা না আসার রাস্তা সব সময় খোলা আছে। তবে আপনি (খালেদা) তো মাছ খান না, মাছের ঝোল খান। আপনি জাতীয় নির্বাচন করলেন না, কিন্তু উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করলেন। তাই আপনার মাছের ঝোল খাওয়ার জন্য এতো পেরেশানিতে পড়তে জাতি রাজি না।
 
তিনি আরো বলেন, এখন বাংলাদেশ নিন্ম মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। আগামী ২০২১ সালের আগে আমাদের দেশ মধ্যবিত্তে পরিণত হবে। আমাদের প্রধানমন্ত্রী যে সুইজারল্যান্ড গেছেন, এখানে কিন্তু গরিব দেশরা দাওয়াত পায় না। যারা মোটামুটি উন্নতি করছে এবং একটি জায়গায় পৌঁছেছে তারাই ওইখানে দাওয়াত পায়।

লেখাপড়া, ব্যবসা-বাণিজ্যসহ সব কিছুতে আমাদের দেশের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন আমরা শুধু কৃষির জন্যই পদক পাই না, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বুধবার উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২০জন শিক্ষার্থীর মাঝে ৯৩৭ টি কম্বল ও একলক্ষ ১০ হাজার টাকা প্রণোদনা হিসাবে বিতরণ করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ