facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

রানারের শেয়ারে ৪৯% মুনাফা পেল সাধারণ বিনিয়োগকারীরা


২১ মে ২০১৯ মঙ্গলবার, ০৩:১৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


রানারের শেয়ারে ৪৯% মুনাফা পেল সাধারণ বিনিয়োগকারীরা

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার রানার অটোমোবাইলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানিটির শেয়ার দর প্রথম দিন ৩৩ দশমিক ৮৭ শতাংশ বেড়ে সর্বশেষ ১০৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। আর আজ শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৯৯ টাকা ৮০ পয়সা। এদিন রানার অটোমোবাইলসের ৩৫ লাখ ২২ হাজার ১৮টি শেয়ার কেনাবেচা হয়। যার মোট বাজার দাম ৩৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

ক্লোজিং প্রাইস ৯৯.৮০ টাকা হিসাবে যোগ্য বিনিয়োগকারীরা ৭৫ টাকা বিনিয়োগের বিপরীতে ২৪.৮০ টাকা বা ৩৩.৮৭ শতাংশ মুনাফা অর্জন করেছেন। আর সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারটিতে ৬৭ টাকা বিনিয়োগে ৩২.৮০ টাকা বা ৪৯ শতাংশ মুনাফা করেছেন।

আজ কোম্পানির লেনদেনের উদ্বোধনী দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উপস্থিত ছিলেন, ডিএসইর এমডি কেএএম মাজেদুর রহমান, রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান, এমডি অ্যান্ড সিইও রিয়াজুল হক, সিএফও নজরুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি মিজানুর রহমান। এছাড়া আরো ছিলেন ইস্যু ম্যানেজার, আইডিএলসি, লঙ্কাবাংলা ও সেটকমের প্রতিনিধিসহ অন্যরা।

গত ৪ মার্চ রানার অটোমোবাইলসের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে পাঠানো হয় ২৫ মার্চ। ৩১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিও চাঁদা গ্রহণ করে রানার অটোমোবাইলস। কোম্পানিটি ৬৭ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ৫৫ লাখ ৯৭ হাজার ১৫টি শেয়ার ইস্যু করে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা মূলধন উত্তোলন করেছে রানার অটোমোবাইলস। এর মধ্যে কাট-অফ প্রাইস বা প্রান্তসীমা মূল্য ৭৫ টাকায় যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (ইআই) কাছে ৬০ শতাংশ বা ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার এবং কাট-অফ প্রাইস থেকে ১০ শতাংশ বাট্টায় বাকি ৩৭ দশমিক ৫ শতাংশ অর্থ সংগ্রহে আইপিওর অবশিষ্ট ৪০ শতাংশ শেয়ার ইস্যু করেছে কোম্পানিটি।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিওর ব্যয় নির্বাহে খরচ করবে কোম্পানিটি।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

 

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ