facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

রাইট শেয়ারের অনুমোদন নিতে লংকাবাংলার ইজিএম ১৫ জুন


২৬ এপ্রিল ২০১৭ বুধবার, ০৩:০৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


রাইট শেয়ারের অনুমোদন নিতে লংকাবাংলার ইজিএম ১৫ জুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স রাইট শেয়ারের অনুমোদনের জন্য আগামী ১৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ৭ লাখ ৫৫ হাজার ৪৯৫টি রাইট শেয়ার ছেড়ে ২০ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

২০১৬ সালের অক্টোবর মাসে লংকাবাংলা ফাইন্যান্স কর্তৃপক্ষ ১০ টাকা অভিহিত মূল্যে দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য বিনিয়োগকারীদের অনুমোদন সাপেক্ষে নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে কোম্পানির কর্তৃপক্ষ। তাই আগামী ১৫ জুন সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠান হবে।

তবে ইজিএমের স্থান পরে জানাবে কোম্পানির কর্তৃপক্ষ। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।

২০১৬ সালে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ২৭৬ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার টাকা। ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের কারণে বর্তমানে মূলধন বেড়ে হয়েছে ৩১৮ কোটি ২৫ লাখ ৯ হাজার টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: