facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

রাইট শেয়ার ছাড়বে আইপিডিসি


০৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার, ১০:২৫  এএম

নিজস্ব প্রতিবেদক


রাইট শেয়ার ছাড়বে আইপিডিসি

আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে কোম্পানিটি ১:২ হারে অর্থাৎ প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, পর্ষদ সভায় রাইট শেয়ারের জন্য শেয়ার প্রতি ৩ টাকা প্রিমিয়াম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম পড়বে ১৩ টাকা।

ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখা, মূলধনভিত্তি জোরালো করা এবং মূলধন পর্যাপ্ততার শর্ত পূরণের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাইট শেয়ারের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য ২৫ মার্চ বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। আর এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি।

শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে কোম্পানিটি বিএসইসির কাছে রাইট শেয়ারের আবেদন জমা দেবে। পরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে রাইট শেয়ার প্রাপ্যতার বিষয়ে আলাদা করে আরেকটি রেকর্ড তারিখ নির্ধারণ করা হবে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: