facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

রাইট শেয়ার ইস্যু করবে জাহিন স্পিনিং


২০ আগস্ট ২০১৭ রবিবার, ০১:৪০  পিএম

শেয়ার বিজনেস24.কম


রাইট শেয়ার ইস্যু করবে জাহিন স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জাহিন স্পিনিং ১:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ একটা সাধারণ শেয়ারের বিপরীতে ১টা রাইটের জন্য আবেদন করা যাবে।

কোম্পানিটি রাইট ইস্যুর জন্য ৯ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭০০ সাধারণ শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১০টাকা নির্ধারণ করা হয়েছে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা উত্তোলন করবে।

জাহিন স্পিনিং রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত টাকা কয়েকটি কাজে ব্যয় করবে বলে নির্ধারণ করেছে। এর মধ্যে ৭৬ কোটি ৬ লাখ ২৭ হাজার টাকা বিদ্যমান প্রকল্প প্রসারে ব্যয় করা হবে। ১৫ কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রাখা হবে। মেয়াদী ঋণ পরিশোধে ৫ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়া রাইটের কাজে ব্যয় করার জন্য ১ কোটি ৯৫ লাখ টাকা ধরা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর রাইট শেয়ার ইস্যু করতে পারবে কোম্পানিটি।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: