facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

রাইট আবেদন করেছে সাউথইস্ট ব্যাংক


১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার, ০৭:০৪  এএম

শেয়ার বিজনেস24.কম


রাইট আবেদন করেছে সাউথইস্ট ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক রাইট শেয়ার ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করেছে।

বুধবার প্রতিষ্ঠানটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এ আবেদন করে।

কোম্পানিটি ১:২ অনুপাতে (২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট) শেয়ার ইস্যু করতে চায়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২ টাকা ৫০ পয়সা প্রিমিয়াম মিলে সাড়ে ১২ টাকায় রাইট শেয়ার কিনতে পারবে বিনিয়োগকারীরা। গত ২২ মে এজন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) হয়।

এর আগে গত ৮ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ রাইট ছাড়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।

কোম্পানিটির অনুমোদিত মুলধন দেড় হাজার কোটি টাকা আর পরিশোধিত মূলধন ৯১৬ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানিটি ব্যাংকের মূলধন সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যাসেল টু এর শর্ত পূরণ করতে চায়।

রাইটের মাধ্যমে (প্রিমিয়ামসহ) কোম্পানিটি ৫৭৩ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকা তুলবে। রাইটের পরে পরিশোধিত মুলধন হবে ১ হাজার ৩৭৫ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা।

কোম্পানিটি বিএসইসির অনুমতি পেলেই কেবল এই রাইট ইস্যু করতে পারবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: