facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

যেসব কোম্পানিতে বিনিয়োগ বাড়িয়েছেন বিদেশিরা


২০ আগস্ট ২০১৭ রবিবার, ০৩:৫৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


যেসব কোম্পানিতে বিনিয়োগ বাড়িয়েছেন বিদেশিরা

মার্কেন্টাইল ব্যাংকের মোট শেয়ারে বিদেশিদের পোর্টফোলিও বিনিয়োগ জুনের তুলনায় জুলাই মাসে সোয়া তিনগুণে উন্নীত হয়েছে। গত জুলাই শেষে বেসরকারি খাতের এ ব্যাংকটিতে বিদেশিদের শেয়ার ৮ দশমিক ২০ শতাংশে উন্নীত হয়েছে, যা গত জুন শেষে ছিল মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ। ৩১ জুলাইয়ের সর্বশেষ দর অনুযায়ী এর পরিমাণ প্রায় ১১৫ কোটি টাকা।

এছাড়া বাজার মূলধনের হিসাবে জুনের তুলনায় জুলাই শেষে বিদেশিদের বিনিয়োগ সর্বাধিক ৩১৮ কোটি টাকা বেড়েছে গ্রামীণফোনে। কোম্পানিটিতে বিদেশিদের সম্মিলিত শেয়ারের মূল্য বেড়ে ১ হাজার ৭৭৮ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানিটিতে বিদেশিদের শেয়ারের অংশও কিছুটা বৃদ্ধির পাশাপাশি বাজারমূল্য বৃদ্ধিই এর কারণ।

অন্যদিকে বস্ত্র খাতের এইচআর ও এনভয় টেক্সটাইল ছাড়া তালিকাভুক্ত ২৯৮ কোম্পানির মধ্যে ২৯৬টির সর্বশেষ শেয়ারহোল্ডিং তালিকা পর্যালোচনায় এ তথ্য মিলেছে।
দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য মিলেছে। পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ারে বিদেশিদের অংশ অন্তত ১ শতাংশ, এমন কোম্পানির সংখ্যা ৭২টি।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পরিশোধিত মূলধন বিবেচনায় তালিকাভুক্ত সব কোম্পানিতে বিদেশিদের অংশ ২ হাজার ৫১৩ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা গত জুনের তুলনায় ৬৪ কোটি ৯৯ লাখ টাকা বা ২ দশমিক ৭৩ শতাংশ বেশি। বাজারের তালিকাভুক্ত সব কোম্পানির পরিশোধিত মূলধন ৫৬ হাজার ৪৭৯ কোটি টাকা। এতে বিদেশিদের অংশ ৪ দশমিক ৪৫ শতাংশ।

আর জুলাই শেষে তালিকাভুক্ত ২৯৮ কোম্পানির সব শেয়ারের বাজারমূল্য (বাজার মূলধন) বেড়ে ৩ লাখ ৩৫ হাজার ৩৫১ কোটি টাকায় উন্নীত হয়েছে। এতে বিদেশিদের অংশ ২৪ হাজার ৫০০ কোটি টাকা, যা গত জুনের তুলনায় ১ হাজার ২৭৫ কোটি টাকা বা ৫ দশমিক ৭৯ শতাংশ বেশি।

মোট শেয়ারে বিদেশিদের অংশ :প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইডিএলসি ফাইন্যান্সের মোট শেয়ারে বিদেশিদের মোট শেয়ার ৩ শতাংশ বেড়ে প্রায় ৯ শতাংশে, সিটি ব্যাংকে ১ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫৫ শতাংশে, ইফাদ অটোসে ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে ১ দশমিক ১৮ শতাংশে উন্নীত হয়েছে।

এ চার কোম্পানি ছাড়াও আরও ২১ কোম্পানির মোট শেয়ারে বিদেশিদের শেয়ার শূন্য দশমিক ০১ শতাংশ থেকে শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়েছে। এরমধ্যে শাহজালাল ব্যাংকে বিদেশি শেয়ার শূন্য দশমিক ৪১ শতাংশে এবং সদ্য তালিকাভুক্ত বিবিএস কেবলসে শূন্য দশমিক ৩৪ শতাংশ হয়েছে। এ দুই কোম্পানিতে আগে বিদেশিদের শেয়ার ছিল না।

এরই বাইরে গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবলস, এক্মি ল্যাব, সাউথইস্ট ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেকিট বেনকিজার, উত্তরা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ম্যারিকোতে কিছু পরিমাণ বিনিয়োগ বেড়েছে।

বিপরীতে বিডি থাই অ্যালুমিনিয়াম থেকে বিদেশিরা তাদের বিনিয়োগের বড় অংশ প্রত্যাহার করেছেন। জুলাইতে এ কোম্পানির মোট শেয়ারের ১ দশমিক ১৪ শতাংশ শেয়ার বিক্রি করেছেন তারা। মাস শেষে বিডি থাইয়ে বিদেশিদের অংশ শূন্য দশমিক ৯০ শতাংশে নেমেছে।

এ ছাড়া আর্গন ডেনিম ও আইএফআইসি ব্যাংক থেকে বিদেশিদের ধারণ করা শেয়ার কোম্পানি দুটির মোট শেয়ারের যথাক্রমে শূন্য দশমিক ৭৭ শতাংশ কমে ১ দশমিক ০৬ শতাংশে ও শূন্য দশমিক ৭৩ শতাংশ কমে ২ দশমিক ২৬ শতাংশে নেমেছে।

এর বাইরে আরও ৪৩ কোম্পানির মোট শেয়ার থেকে বিদেশিদের শেয়ার শূন্য দশমিক ০১ শতাংশ থেকে শূন্য দশমিক ৪৩ শতাংশ কমেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো_ মোজাফফর হোসেইন গার্মেন্টস, লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, স্কয়ার ফার্মা, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাটা সু, ন্যাশনাল ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, বিবিএস এবং এমআই সিমেন্ট।

জুলাই শেষে তালিকাভুক্ত ২৯৮ কোম্পানির শেয়ারের মধ্যে ১২৪টিতে বিদেশিদের বিনিয়োগ ছিল কোম্পানিগুলোর মোট শেয়ারের শূন্য দশমিক ০১ শতাংশ থেকে সর্বোচ্চ ৪২ দশমিক ৯৩ শতাংশ পর্যন্ত। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের মোট শেয়ারে বিদেশিদের অংশ সর্বোচ্চ ৪২ দশমিক ৯৩ শতাংশ। এ ছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ৪২ দশমিক ৪৫ শতাংশ, বেক্সিমকো ফার্মায় ৪১ দশমিক ৩৯ শতাংশ, ডিবিএইচে ৩৮ দশমিক ৫৫ শতাংশ, ইসলামী ব্যাংকে ৩২ দশমিক ১৮ শতাংশ ও নর্দার্ন জুটে ৩০ শতাংশ শেয়ার ছিল।

বাজার মূলধন বিবেচনায় :এ হিসাবে গ্রামীণফোনের পর ব্র্যাক ব্যাংকে সর্বাধিক ২৭১ কোটি টাকার বিদেশিদের ধারণ করার শেয়ারের মূল্য বেড়ে ৩ হাজার ২২৩ কোটি টাকায়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ২১৫ কোটি টাকা বেড়ে ২ হাজার ৭৮১ কোটি টাকায়, ইসলামী ব্যাংকে ১৭০ কোটি টাকা বেড়ে ১ হাজার ৮২৩৯ কোটি টাকায়, মার্কেন্টাইল ব্যাংকে ১১৫ কোটি টাকা বেড়ে ১৫১ কোটি টাকায়, আইডিএলসি ফাইন্যান্সে ১১৩ কোটি টাকা বেড়ে ২৭২ কোটি টাকায়, সিটি ব্যাংকে ১০২ কোটি টাকা বেড়ে ৩৮৮ কোটি টাকায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ৭১ কোটি টাকা বেড়ে ২ হাজার ৪৩৭ কোটি টাকায় উন্নীত হয়েছে।

বিপরীতে স্কয়ার ফার্মায় বিদেশিদের ধারণ করা শেয়ারের বাজারমূল্য ১৫৩ কোটি টাকা কমে ৩ হাজার ৭৭৬ কোটি টাকায়, রেনেটাতে ২৮ কোটি টাকা কমে ১ হাজার ৫০৬ কোটি টাকায় ও বেক্সিমকো ফার্মায় ২৪ কোটি টাকা কমে ১ হাজার ৮৭৫ কোটি টাকায় নেমেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: