facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

যে কারণে জঙ্গি আস্তানার এক রুমে ঢোকা যাচ্ছে না


২৫ ডিসেম্বর ২০১৬ রবিবার, ০৩:৪৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


যে কারণে জঙ্গি আস্তানার এক রুমে ঢোকা যাচ্ছে না

রাজধানীর দক্ষিণখানে আশকোনার জঙ্গি আস্তানার তিন রুমের ওই ফ্ল্যাটের দুই রুমে প্রবেশ করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বম্ব ডিসপোজাল টিম। তবে একটি রুমে এখনও প্রবেশ করতে পারেনি।

কারণ ভেতরে এখনও প্রচুর গ্যাস। ওই কক্ষেই কিশোর জঙ্গির লাশ রয়েছে।

রোববার সকালে বম্ব ডিসপোসাল টিমের সদস্যরা আশকোনার জঙ্গি আস্তানায় প্রবেশ করেন। এরপর তারা দুটি রুমে প্রবেশ করেন। সিটিটিসি ইউনিটের ডিসি প্রলয় কুমার জোয়ার্দার সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ``ভেতরে প্রচুর গ্যাস, দুটি রুমে পুলিশ প্রবেশ করতে পারলেও একটিতে এখনও প্রবেশ করা যায়নি। ফায়ার সার্ভিস গ্যাস নিঃসরণের কাজ করছে। তারপর সেখানে প্রবেশ করা যাবে। `` তিনি আরও বলেন, ``ফ্ল্যাটের ভেতরে পাঁচটি গ্রেনেড এবং দুটি সুইসাইডাল ভেস্ট (আত্মঘাতী ভেস্ট) আছে। এর মধ্যে দুটি গ্রেনেড খুবই বিপজ্জনক। সেগুলো নিষ্ক্রিয়  করতে বম্ব ডিসপোজাল টিম প্রবেশ করবে। ``

শুক্রবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে অভিযান চালায়। অভিযানে এক নারী ও এক কিশোর জঙ্গি নিহত হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে দুই নারী ও তাদের দুই সন্তান। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় তার শিশুকন্যা। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: