facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

যুদ্ধাপরাধে মৌলভীবাজারের চার জনের ফাঁসি


১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার, ০১:২৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


যুদ্ধাপরাধে মৌলভীবাজারের চার জনের ফাঁসি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আকমল আলী তালুকদারসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১৭ জুলাই মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা ঘোষণা করেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আব্দুল মোছাব্বির।

এর মধ্যে আসামি ২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেপ্তার করা হয় আকমল আলী তালুকদারকে। বাকিরা পলাতক। এই চারজনই মৌলভীবাজার জেলার রাজনগর থানার বাসিন্দা।

২০১৬ সালের ২৩ মার্চ আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৬ জনকে ধর্ষণ, ৭ জনকে অপহরণ ও ৬১ জনকে হত্যা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ