facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

যুদ্ধাপরাধ: ৪ জনের অভিযোগ আমলে নেওয়ার আদেশ ৯ মে


২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার, ০৬:০৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


যুদ্ধাপরাধ: ৪ জনের অভিযোগ আমলে নেওয়ার আদেশ ৯ মে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক শতবর্ষী আব্দুল্লাহ-হেল বাকীসহ সাতক্ষীরার চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কিনা- সে বিষয়ে আদেশের জন্য আগামী ৯ মে দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

মামলার অন্য আসামিরা হলেন- সাতক্ষীরা জেলার খলিলনগর থানার বাসিন্দা মোহাম্মদ আব্দুল খালেক মন্ডল (৭২), খান রোকনুজ্জামান (৬৪) ও জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ঠিক করে দেন।

এর মধ্যে আব্দুল খালেক মণ্ডল এখন কারাগারে রয়েছেন। চলতি বছর ১৭ মার্চ গ্রেফতার হওয়ার পর ১৯ মার্চ শর্তসাপেক্ষে জামিন পান আব্দুল্লাহেল-বাকী। তবে পলাতক রয়েছেন মামলার অন্য দুই আসামি।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। আর অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান আসামিপক্ষে মামলা পরিচালনা করছেন।

গত ৮ ফেব্রুয়ারি আব্দুল্লা-হেল বাকীসহ চারজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে। ২০১৫ সালের ৭ আগস্ট এ মামলার তদন্ত শুরু হয়।

প্রায় দেড় বছর পর প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এ মামলায় সাক্ষী করা হয়েছে ৬০ জনকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: