facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

যুক্তরাষ্ট্রের বোমা হামলায় আইএসের ৩৬ জঙ্গি নিহত


১৪ এপ্রিল ২০১৭ শুক্রবার, ০২:৩৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


যুক্তরাষ্ট্রের বোমা হামলায় আইএসের ৩৬ জঙ্গি নিহত

আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ব্যবহৃত একটি সুড়ঙ্গে বড় ধরনের বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় আইএসের ৩৬ সদস্য নিহত হয়েছে।

জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব (এমওএবি) ‘দ্য মাদার অব অল বোম্ব’ নামে পরিচিতি। পারমাণবিক বোমার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা।

এ বোমার ওজন ৯ হাজার ৮শ কেজি বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

পেন্টাগন জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি মার্কিন বিমান থেকে নানগাড়হার প্রদেশের আচিনে বোমাটি ফেলা হয়। বোমাটির উচ্চতা ৩০ ফুটের বেশি।

২০০৩ সালে প্রথম এ বোমার পরীক্ষা করা হয়। এরপর সেটি কখনো ব্যবহৃত হয়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলায় আইএসের ঘাঁটি এবং একটি গভীর সুড়ঙ্গ ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে ৩৬ জঙ্গি নিহত হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, ওই হামলা খুব সফল হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: