facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

ময়মনসিংহে যৌতুক মামলায় জেলে পুলিশ!


০৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার, ০৫:৪৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


ময়মনসিংহে যৌতুক মামলায় জেলে পুলিশ!

ময়মনসিংহে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় এক পুলিশ কনস্টেবলকে জেলা হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার ময়মনসিংহের ৭ নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন।

স্থানীয়রা জানায়, গফরগাঁও উপজেলার ধোপাঘাট মলাকান্দা গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল মাহফুজুল হক। বর্তমানে তিনি ঢাকা মেট্রপলিটন পুলিশের কেপিআই শাখায় কর্মরত।

আদালত সূত্র জানায়, ২০১০ সালে একই উপজেলার মশাখালী ইউনিয়নের ভাতুরী গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার মেয়ে শাহানাজ পারভীনকে বিয়ে করেন পুলিশ কনস্টেবল মাহফুজুল হক। বিয়ের কিছুদিন ভাল চললেও ২০১২ ও ১৩ সালে মাহফুজুল শশুর বাড়ি থেকে ৩ লাখ টাকা ধার নেয়। পরবর্তীতে ২০১৬ সালের ১০ জুন সে আরো ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে দুই পরিবারে বিরোধ দেখা দিলে স্ত্রী শাহানাজকে যৌতুক দাবিতে শশুর বাড়িতে পাঠিয়ে দেন মাহফুজুল।
      
মামলার বাদি পক্ষের আইনজীবী শাহজাহান কবীর সাজু জানান, ২০১৬ সালের ১০ অক্টোবর বাদি শাহানাজ ময়মনসিংহের ৭ নং আমলী আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ