facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

মোবাইল ফোনকে কারাদণ্ড দিলেন আদালত!


০৩ ডিসেম্বর ২০১৬ শনিবার, ০৬:২৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


মোবাইল ফোনকে কারাদণ্ড দিলেন আদালত!
আদালতে মোবাইল ফোন বেজে উঠলে রেগে আগুন হয়ে যান বিচারক।

বিচার চলাকালে রিংটোন বেজে উঠায় মোবাইল ফোনকে একদিন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত! এমনকি আদালতের নির্দেশে একদিনের সাজাও ভোগ করে মোবাইল ফোনটি। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের প্লেমাউতে।

প্লেমাউথ ক্রাউন আদালতে একটি মামলার বিচার চলছিল। আদালতে বিচারক ছিলেন ইয়ান লরি। বিচার যখন মধ্যভাগে ঠিক তখন এক নারীর মোবাইল ফোন বেজে উঠে। ওই সময় তাড়াতাড়ি মোবাইল ফোনটি নিয়ে বাইরে চলে যান তিনি।

তবে বিষয়টি চোখে পড়ে বিচারক ইয়ান লরির এবং তিনি প্রচণ্ড রেগে যান। দারোয়ানকে আদেশ করেন ওই নারীকে যেন তার কাছে ডেকে নিয়ে আসা হয়। একটু পর ওই নারী নিজেই  কোর্টে প্রবেশ করলে বিচারক তাকে জিজ্ঞাসা করেন, তিনি কোর্টের দরজায় লেখা সাইনবোর্ড পড়েছেন কি-না। এর জবাবে নারী উত্তর দেন, তিনি সাইনবোর্ড পড়েছেন। সাইনবোর্ডে লেখা ছিল “আদালতে মোবাইল ফোন নিষিদ্ধ।”।

একথা বলার পরই নারী কান্নায় ভেঙ্গে পড়েন এবং বিচারকের কাছে ক্ষমা চান। তিনি জানান, তিনি ভেবেছিলেন তার মোবাইল ফোনটি গাড়িতে রেখে এসেছেন। কিন্তু ভুলে তার ব্যাগেই থেকে গেছে ফোন। এভাবে মোবাইল নিয়ে কোর্টে প্রবেশ করা তার উচিত হয়নি। এজন্য তিনি ক্ষমা প্রার্থী।

ওই সময় বিচারক ইয়ান লরি জানান, এভাবে মোবাইল ফোন বেজে ওঠার অর্থ হলো তিনি আদালতকে অসম্মান করছেন। তবুও আদালত তাকে ক্ষমা করে দিচ্ছেন। তাই তার কোনো সমস্যা নেই। তাকে আটক করা হবে না। কিন্তু মোবাইল ফোনটি এ অপরাধ থেকে মুক্তি পেতে পারে না। তিনি যেন তার মোবাইল ফোনটি তিন তলা নিচে গিয়ে কারাগারের রক্ষীর কাছে রেখে আসেন। আজকের বিচার শেষ না হওয়া পর্যন্ত মোবাইলটি সেখানেই থাকবে বলেও জানান তিনি। অর্থাৎ একদিন কারাদণ্ড ভোগ করতে হবে মোবাইলটিকে। পরে নারী তার মোবাইলটি কারাগারের রক্ষীর কাছে রেখে আসেন।


শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: