facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

মুন্নু সিরামিকের ব্যবসায় ব্যাপক উন্নতি


১৭ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার, ০২:০৭  পিএম

নিজস্ব প্রতিবেদক


মুন্নু সিরামিকের ব্যবসায় ব্যাপক উন্নতি

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও নতুন যন্ত্রপাতি সংযোজন করে ব্যবসায় ভালো ফল পেতে শুরু করেছে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চলতি বছরের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় পণ্য বিক্রিতে ৩০ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে কোম্পানিটি। পাশাপাশি পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ ও কারখানার বর্জ্য বিক্রির মাধ্যমে বড় আয়ে হিসাব বছরের প্রথমার্ধে কর পরবর্তী মুনাফা প্রায় ১৬ গুণ বা ১ হাজার ৫১৩ শতাংশ বেড়েছে কোম্পানিটির।

কোম্পানির কর্মকর্তারা বলছেন, গ্যাস-বিদ্যুৎসহ পারিপার্শ্বিক নানা সমস্যার কারণে কয়েক বছর ধরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিল মুন্নু সিরামিক। সাম্প্রতিক সময়ে এসব সমস্যা কাটিয়ে পণ্যবৈচিত্র্য আনয়ন ও কারখানা সম্প্রসারণ করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে কোম্পানিটি। নতুন তিনটি লাইনে উৎপাদন শুরু হওয়ায় চলতি বছর বিক্রি ও মুনাফা বেড়েছে।

মুন্নু সিরামিকের পরিচালক (ফিন্যান্স) ফয়েজ মাহফুজ উল্লাহ বণিক বার্তাকে বলেন, কারখানায় গ্যাস সংকট কাটিয়ে চলতি বছরই পুরো উৎপাদনে ফিরেছে কোম্পানি। নতুন তিনটি লাইনে উৎপাদন শুরু হওয়ায় বিক্রি বেড়েছে। পাশাপাশি কারখানার পুরনো বর্জ্য বিক্রির মাধ্যমে আয় যোগ হওয়ায় হিসাব বছরের প্রথমার্ধে মুনাফা বেড়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে মুন্নু সিরামিকের পণ্য বিক্রি হয়েছে ৫১ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার টাকার; আগের বছর একই সময়ে যা ছিল ৩৯ কোটি ৪৪ লাখ টাকায়। এ সময়ে পণ্য বিক্রি প্রায় ১২ কোটি টাকা বা ৩০ দশমিক ৪৫ শতাংশ বাড়লেও সে তুলনায় উৎপাদন ব্যয় না বাড়ায় গ্রস মুনাফা বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির গ্রস মুনাফা হয়েছে ১০ কোটি ৬৭ লাখ টাকা; আগের বছর একই সময়ে যা ছিল ৭ কোটি ১৯ লাখ টাকা। অন্যদিকে গ্রস মুনাফা বাড়লেও পরিচালন ব্যয় না বাড়ায় এক্ষেত্রে ভালো সফলতা পেয়েছে কোম্পানিটি।

২০১৬-১৭ হিসাব বছরের প্রথমার্ধে মুন্নু সিরামিকসের পরিচালন মুনাফা ছিল ৩ কোটি ৪৩ লাখ টাকা; চলতি হিসাব বছরের প্রথমার্ধে যা ৬ কোটি ৮৭ লাখ টাকায় উন্নীত হয়েছে। পাশাপাশি কারখানার শিল্পবর্জ্য বিক্রি বাবদ ১ কোটি ৯৪ লাখ টাকা যোগ করে নিট মুনাফায় চমক দেখিয়েছে তারা। আগের বছরের তুলনায় কর-পরবর্তী মুনাফা প্রায় ১ হাজার ৫১৩ শতাংশ বা ১৬ গুণ বেড়েছে কোম্পানিটির। চলতি অর্থবছরের প্রথমার্ধে এর নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৫২ লাখ টাকা; আগের বছর যা ছিল মাত্র ৩৪ কোটি টাকা।

চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ে মুন্নু সিরামিকসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা; আগের বছর একই সময়ে যা ছিল ১০ পয়সা। সর্বশেষ প্রান্তিকে (সেপ্টেম্বর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা; আগের বছর একই সময়ে যা ছিল ৫ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১ টাকা ৮৯ পয়সা।

জানা গেছে, পণ্যে বৈচিত্র্য আনতে ২০১৬ সালের শুরুতেই নতুন নতুন লাইন স্থাপনের কাজ শুরু করে মুন্নু সিরামিক। মেশিনারি ক্রয়সহ কারিগরি কাজে ৫০ কোটি টাকার বেশি ব্যয়ে তিনটি লাইন স্থাপন শেষে নতুন পণ্যের বাজারজাতের অপেক্ষায় রয়েছে কোম্পানিটি। নতুন লাইনের ফলে কোম্পানির দৈনিক উৎপাদন ১০ লাখ পিস থেকে প্রায় ২৫ লাখ পিসে উন্নীত হবে। এতে কোম্পানির বার্ষিক নিট বিক্রিও প্রায় তিন গুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন এর কর্মকর্তারা।

৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে মুন্নু সিরামিক। ২০১৭ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় মুন্নু সিরামিক। সে হিসাব বছরে ৯ পয়সা ইপিএস দেখায় কোম্পানিটি।

ডিএসইতে মুন্নু সিরামিক শেয়ারের সর্বশেষ দর ছিল ১৩৭ টাকা ৪০ পয়সা। গত এক বছরে এ শেয়ারে সর্বোচ্চ দর উঠেছিল ১৩৯ টাকা ৪০ পয়সা এবং সর্বনিম্ন ৩৬ টাকা।

১৯৮৩ সালে শেয়ারবাজারে আসা মুন্নু সিরামিকের পরিশোধিত মূলধন ২৫ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা ও অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। রিজার্ভ ২০০ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৫১ লাখ ২৪ হাজার ৪২১টি। এর মধ্যে ৬১ দশমিক ১৮ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৩ দশমিক ৯৫, বিদেশী দশমিক শূন্য ৩ ও বাকি ২৪ দশমিক ৮৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: