facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

মুনাফা বাড়াতে ৪৬ কোটি টাকায় জাহাজ কিনছে এমআই সিমেন্ট


২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৭:২৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


মুনাফা বাড়াতে ৪৬ কোটি টাকায় জাহাজ কিনছে এমআই সিমেন্ট

সমুদ্র পথে আনুষঙ্গিক উপকরণ বহনের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডিএকটি মাদার ভেসেল কিনবে। এজন্য কোম্পানিটির খরচ পড়বে ৫৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪৫ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা। কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

মাদার ভেসেলটি ২০০১ সালে জাপানে তৈরি। মাদার ভেসেলটি ৫০ হাজার ৯১৩ মেট্রিক টন পর্যন্ত ভার বহন করতে পারে। এর আগের দুটি জাহাজ মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছে তিনটি মাদার ভেসেল হবে। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে কোম্পানিটি সাড়ে ৩২ কোটি টাকা ব্যয়ে একটি মাদার ভেসেল কিনেছে।

কোম্পানিটি শেয়ারবাজারে ২০১১ সালে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮৫ লাখ। এর মধ্যে ৬৭ দশমিক ৮ শতাংশই উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিকদের কাছে ১৫ দশমিক ৭৫ শতাংশ, বিদেশিদের কাছে দশমিক ৬৬ শতাংশ এবং বাকি ১৬ দশমিক ৫১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে এর মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ২৬ দশমিক ২৫।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: