facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

মুনাফা বাড়াতে ব্যাপক বিনিয়োগে যাচ্ছে মালেক স্পিনিং


২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার, ১০:২৩  এএম

শেয়ার বিজনেস24.কম


মুনাফা বাড়াতে ব্যাপক বিনিয়োগে যাচ্ছে মালেক স্পিনিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) জেএম ফ্যাব্রিকস লিমিটেড বিএমআরই-এর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ শতাংশ বাড়বে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কারখানাটির সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়নে (বিএমআরই) ৯২ কোটি ৬২ লাখ টাকা বিনিয়োগ করবে তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। নিজস্ব তহবিল ও ব্যাংকঋণের মাধ্যমে ওই অর্থের যোগান দেওয়া হবে।

বিএমআরই’র পর জেএম ফেব্রিকসের বার্ষিক উৎপাদনক্ষমতা ১ কোটি ৩০ লাখ পিস বাড়বে। বার্ষিক উৎপাদন সক্ষমতা ৪ কোটি ৩৬ লাখ ৮০ হাজার পিস থেকে বেড়ে ৫ কোটি ৬৬ লাখ ৮০ হাজার পিসে উন্নীত হবে। পাশাপাশি অধিক মূল্যসংযোজনের ফলে কোম্পানির মুনাফা মার্জিনও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কোম্পানির কর্মকর্তারা জানান, জেএম ফ্যাব্রিকস লিমিটেডের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিক মালেক স্পিনিং।

এর আগে মালেক স্পিনিং নিজে ও তার অপর সহযোগী প্রতিষ্ঠান সালেক স্পিনিং এ নতুন বিনিয়োগের ঘোষণা দেয়।

গত বছরের মে মাসে মালেক স্পিনিং জানায়, কারখানার বিএমআরইর জন্য ৩২ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অন্যদিকে সালেক স্পিনিং এর উৎপাদন ক্ষমতা বাড়াতে হাতে নেওয়া হয় ১৪৪ কোটি টাকার একটি প্রকল্প

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ