facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

মুনাফা বাড়াতে নতুন উদ্যোগ বেসরকারি ব্যাংক ইউসিবির


১৯ নভেম্বর ২০১৮ সোমবার, ১১:২২  এএম

নিজস্ব প্রতিবেদক


মুনাফা বাড়াতে নতুন উদ্যোগ বেসরকারি ব্যাংক ইউসিবির

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি সহযোগী কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ইউসিবি মোবাইলে আর্থিক সেবা প্রদানের জন্য সহযোগী কোম্পানি গঠন করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে।

প্রাথিমকভাবে সহযোগী কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৫০০ কোটি ও ৫০ কোটি টাকা থাকবে। ধীরে ধীরে কোম্পানির এই মূলধনের পরিমাণ বাড়ানো হবে।

ইউসিবি সহযোগী কোম্পানির ৫১% শেয়ার ধারন করবে। আর বাকি ৪৯% জাতীয়/আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানকে অফার করার সিদ্ধান্ত নিয়েছে ইউসিবি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ