facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

মুনাফা বাড়াতে এপেক্স স্পিনিংয়ের ৮১ কোটি টাকার প্রকল্প


১৭ জুন ২০১৭ শনিবার, ০৪:৩৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


মুনাফা বাড়াতে এপেক্স স্পিনিংয়ের ৮১ কোটি টাকার প্রকল্প

মুনাফা বাড়াতে কোম্পানির উৎপাদন সক্ষমতার ওপর জোর দিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ। এজন্য প্রকল্পে সব মিলিয়ে কোম্পানির ব্যয় হবে ৮১ কোটি ৫০ লাখ টাকা। ২০১৮ সালের ডিসেম্বরে এ প্রকল্প শেষ হবে।

এরই মধ্যে কোম্পানির পক্ষ থেকে এলসি করা হয়েছে বলে কোম্পানির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে শেয়ারপ্রতি ৮ টাকা ৩৬ পয়সা লোকসান দেখিয়েছে এপেক্স ফুটওয়্যার। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১২ টাকা ৩১ পয়সা লোকসান করেছিল কোম্পানিটি।

জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় এবার ৬ মাসে হিসাব বছর গণনা করেছে এপেক্স ফুটওয়্যার। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য  শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৫ সালে এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৬৫ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০১৬-মার্চ, ২০১৭) চামড়া খাতের কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৩৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৮ টাকা ৯০ পয়সা। তবে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি ৪ টাকা ৮ পয়সা লোকসান দেখিয়েছে এপেক্স ফুটওয়্যার, যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৭ টাকা ৮৫ পয়সা। ৩১ মার্চ এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২২৯ টাকা ৫৮ পয়সা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: