facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে বাঁচলেন অস্ট্রেলিয়ার নারী


২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার, ০৬:৪৫  পিএম

স্টাফ করেসপন্ডেন্ট

শেয়ার বিজনেস24.কম


মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে বাঁচলেন অস্ট্রেলিয়ার নারী

প্রমাণ না পাওয়ায় মাদকদ্রব্য বহনের দায়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার নারীকে অভিযোগ থেক মুক্তি দিয়েছেন মালয়েশিয়ার আদালত।

২৭ ডিসেম্বর বুধবার সকালে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত এ রায় দেন। অপরাধ প্রমাণ হলে মারিয়া এলভিরা পিন্তু এক্সপস্তো (৫৪) নামে এ নারীর মৃত্যুদণ্ডের রায় হতো।

এর আগে ১৯৮৬ সালে মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হলে দুই অস্ট্রেলীয়কে ফাঁসি দেন মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত।

২০১৪ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে তার ব্যাগে মেথামফেটামিন নামক এক ধরণের মাদকদ্রব্য পাওয়া গেলে পাচারকারী সন্দেহে তাকে গ্রেপ্তার করে কুয়ালালামপুর পুলিশ।

আদালত মাদক পাচারের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারনেট রোমান্স নামক এক সাইটের কেলেঙ্কারির প্রতারণায় পড়ে যাই।’

এক্সপোস্তোর আইনজীবী বলেন, ইন্টারনেট রোমান্স কেলেঙ্কারিতে এক্সপোস্তোকে ফাঁসানো হয়েছে। মাদকদ্রব্যের ওই ব্যাগটি বিমানবন্দরে বহন করে নিয়ে যেতে তাকে বাধ্য করা হয়।

মালয়েশিয়া সরকার মাদকদ্রব্য পাচারের দায়ে মৃত্যুদণ্ড আইন শিথিল করার ঘোষণা দিলে চার সন্তানের মা এক্সপোস্তো ভেবেছিলেন হয়তো প্রাণে বেঁচে যাবেন।

এক্সপোস্তো উচ্চ আদালতে বলেন, ‘ডেনিয়েল স্মিথ নামক আফগানিস্তানের এক সেনা সদস্য ওই কেলেঙ্কারিতে আমাকে ফাঁসিয়েছে।’

তিনি আরো বলেন, ‘স্মিথ জানায়, সে আমাকে ভালোবাসে, অনুভব করে। এমনকি তার কিছু ব্যক্তিগত ছবিও আমাকে পাঠায়।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: