facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪

Walton

মালয়েশিয়ার বুকে এক টুকরো বাংলাদেশ


০৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার, ০১:৫৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


মালয়েশিয়ার বুকে এক টুকরো বাংলাদেশ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের ২০০৭-২০০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুর্ণমিলনী আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই মিলনমেলা বসবে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় জালান ইমবি-তে অবস্থিত রসনাবিলাস-এ।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের ২০০৭ ও ২০০৯ ব্যাচমেটদের উদ্যোগে এ মিলন মেলা বসবে।

এ ব্যাপারে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ায় পিএইচডি অধ্যায়নরত ও বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশন  অব মালয়েশিয়ার (বিএসওএম) ভাইস প্রেসিডেন্ট জিনাত এ তাবাসসুম বলেন,মালয়েশিয়ায় অধ্যায়নরত বাংলাদেশের ২০০৭ ও ২০০৯ শিক্ষার্থীদেরে উদ্যোগে এ মিলন মেলা বসবে। আমাদের উদ্দেশ্য এখানে অধ্যায়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করা। যাতে একে অপরের যে কোনো ধরনের সহযোগিতা করতে পারি। এছাড়া এখানে যেসব বাংলাদেশি ভাইবোন কাজ করছেন তাদের পাশেও দাঁড়ানো।

তিনি বলেন, শুধু মালয়েশিয়াতে নয় অন্যান্য দেশে অধ্যায়নরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও যোগাযোগ গড়ে তোলা।

মালয়েশিয়ায় যেসব ভাইবোন এখানে পড়াশোনা করছেন তাদের যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জানিয়ে জিনাত বলেন,মালয়েশিয়ায় কর্মরত ভাইবোনদের পাশে দাঁড়াতে এখানে আমরা উদ্যোগ নিয়েছি। যারা আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

একই কথা বলেছেন এই উদ্যোগের সঙ্গে জড়িত  খালিদ, রুবেল, সাইফুল ও শাখাওয়াত। 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: