facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ


২২ জুন ২০১৭ বৃহস্পতিবার, ০৪:৩২  এএম

শেয়ার বিজনেস24.কম


মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ

গত বছর মার্কিন নির্বাচনে ২১ টি অঙ্গরাজ্যকে লক্ষ্য করে নির্বাচন প্রক্রিয়া হ্যাক করে রাশিয়ান হ্যাকাররা। একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির খবরে প্রকাশ করা হয়।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) কর্মকর্তা জিনেট ম্যানফ্রা অঙ্গরাজ্য সমূহ নির্দিষ্ট করে বলতে অস্বীকার করেছেন, সিনেট প্যানেলকে দেওয়া গোপনীয়তা রক্ষার অঙ্গিকারবদ্ধতার কথা জানিয়ে।

তবে তিনি জানান, এ নির্বাচন হ্যাকের কারণে প্রকৃত ভোটের হিসাবে কোনো ধরনের রদবদল হওয়ার প্রমাণ নেই।

মার্কিন গোয়েন্দা সংস্থার বিশ্বাস, মস্কো ডোনাল্ড ট্রাম্প জিতিয়ে আনতে সহযোগিতা করতে এ হস্তক্ষেপ করে।

সিনেট তদন্ত কমিটি ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করছে। এ কমিটির সামনে বুধবার সাইবার নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত এ কর্মকর্তা নিজের স্বাক্ষ্য দিয়েছেন।  

তিনি প্যানেলকে বলেন, এখন পর্যন্ত আমরা প্রমাণ পেয়েছি যে ২১ টি অঙ্গরাজ্যে নির্বাচন সংক্রান্ত পদ্ধতিকে লক্ষ্যবস্তু বানায় রাশিয়া। তবে মার্কিন ভোটগ্রহণ প্রক্রিয়ার ওপর ডিএইচএস`র এখনো বিশ্বাস রাখে কারণ এটি এখনো নিজস্ব পদ্ধতি শক্তিশালী অবস্থানে আছে।

তবে রাশিয়া বারবার তাদের বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করে। এমনকি ডোনাল্ট ট্রাম্পও নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপকে ভুয়া খবর বলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ