facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

মারা গেলেন বগুড়া মেডিকেলে মারধরের ঘটনার সেই রোগী


২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৩:০২  পিএম

শেয়ার বিজনেস24.কম


মারা গেলেন বগুড়া মেডিকেলে মারধরের ঘটনার সেই রোগী

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সেই রোগী আলাউদ্দিন (৬০) মারা গেছেন। ওই রোগীর ছেলেকে মারধরের পর জরুরি বিভাগে তালা ঝুলিয়ে ধর্মঘট করেছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, আলাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান।

তিনি বলেন, আলাউদ্দিনের বাড়ি সিরাজগঞ্জ সদরের কোনাগাতি গ্রামে। হাসপাতাল থেকে তার স্বজনরা লাশ নিয়ে চলে গেছেন।

শনিবার রাত ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হৃদরোগে আক্রান্ত আলাউদ্দিনকে।

আলাউদ্দিনের ছেলে রউফ সরকার অভিযোগ করেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে রুমের ফ্যান বন্ধ করার চেষ্টা করেও যখন পারছিলাম না তখন নাজ নামের এক ইন্টার্নি ডাক্তারকে বলি আপা ফ্যানের সুইচটা কোথায়। তখন তিনি রেগে গিয়ে বলেন, আমি কি আয়া?  আমি কি এই রুমে থাকি? এ সময় আসিফ নামে আরেক ডাক্তার এসে বলেন, এ ডাক্তারের সঙ্গে খারাপ ব্যবহার করছিস কেন? একথা বলে আমার শার্টের কলার চেপে ধরে মারতে মারতে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে নিয়ে মারধর করে এবং একশ বার কান ধরে উঠবস করায়।

রউফ বলেন, তারপর পরিচালকের কক্ষে আটকে রাখা হয়। বিকাল ৩টায় আবারো মারধর করার সময় পরিচালক কক্ষ থেকে বেরিয়ে যান।

ইন্টার্ন চিকিৎসকরা তার দুই বোনকে লাঞ্ছিত করে বলেও অভিযোগ করেন রউফ।

টিএসআই শাহ আলম বলেন, মারধরের ঘটনা জানার পর সেখানে গিয়ে রউফকে উদ্ধার করি। এ সময় পুলিশ সদস্যরাও মারধরের শিকার হয়।

ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র কুতুবুদ্দিন বলেন, অসাদাচরণের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত জরুরি বিভাগ বন্ধ করে ডাক্তারদের নিরাপত্তাসহ ৭ দফা দাবিতে আন্দোলন শুরু করি। পরে পরিচালকসহ সিনিয়র ডাক্তারদের অনুরোধে জরুরি বিভাগের তালা খুলে দেওয়া হয়েছে।

পরদিন সোমবার অনির্দিষ্টকালের ধর্মঘটও প্রত্যাহার করা হয়।

রউফকে মারধরের বিষয়ে তিনি বলেন, রউফ দুর্ব্যবহার করলে তাকে দমানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ