facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

মাদকের সবচেয়ে বড় সমস্যা ইয়াবা


০৬ জানুয়ারি ২০১৮ শনিবার, ০৩:২৮  পিএম

নিজস্ব প্রতিবেদক


মাদকের সবচেয়ে বড় সমস্যা ইয়াবা

 

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘মাদক নির্মূল করতে পারেনি, জঙ্গিও নির্মূল করতে পারিনি। মাদকের সবচেয়ে বড় সমস্যা ইয়াবা।’

পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ শনিবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, প্রতিবেশি দেশগুলো থেকে ইয়াবা আসছে। সমুদ্রে সীমান্তের দৈর্ঘ্য ৯০ থেকে ১০০ কিলোমিটার। হাজার হাজার মৎস্যজীবী নৌকায় করে প্রতিদিন আসে। মাছের পেটে করে, সবজির মধ্য দিয়ে ইয়াবা নিয়ে আসে। এটা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু মাদকের ব্যাপারে পুলিশ অবস্থান জিরো টলারেন্স।

মাদক নির্মূলে পুলিশ অনেক অভিযান পরিচালনা করেছে উল্লেখ করে আইজিপি বলেন, কক্সবাজার, নারাগণঞ্জসহ বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। গত ৫ বছরে মাদক বহনকারীদের বিরুদ্ধে ২ লাখ ৮৭ হাজার ২৫৪ মামলা হয়েছ। কিন্তু আইন দিয়ে, মামলা করে মাদক সমস্যার সমাদান করা যাবে না। পরিবারের ভূমিকা হচ্ছে আসল। পুলিশ মাদক ব্যবসায় বিনিয়োগকারীদের একটি তালিকা করেছে। পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: