facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

মঙ্গলে প্রাচীর ঘেরা শহর নিয়ে চাঞ্চল্য! (ভিডিও)


০২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার, ০৭:৪৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


মঙ্গলে প্রাচীর ঘেরা শহর নিয়ে চাঞ্চল্য! (ভিডিও)

সম্প্রতি ইউটিউব-এর একটি ভিডিও নিয়ে তোলপাড় পরে গেছে প্যারানর্মাল জগতে। দ্য ইউনাইটেড ফ্যামিলি অফ অ্যানোম্যালি হান্টার্স নামে এক সংগঠনের পক্ষ থেকে আপলোড করা ওই ভিডিওয় মঙ্গল গ্রহ পরিভ্রমণরত নাসা-র উপগ্রহ মার্স রিকনসায়েন্স অরবিটার-এর তোলা বেশ কিছু স্থিরচিত্রকে ব্যবহার করা হয়েছে। ‘লাল গ্রহে’ এমন কিছু বিষয় মার্স রিকনসায়েন্স অরবিটার-এর ‘চোখ’-এ পড়েছে, যার ব্যাখ্যা একটাই— কোনো প্রাচীর ঘেরা নগরী একসময়ে মঙ্গলের বুকে ছিল।

নাসা-এর মার্স রিকনসায়েন্স অরবিটার ২০০৫ সালে মঙ্গল-পৃষ্ঠে জলের অস্তিত্ব সন্ধানে পৃথিবী থেকে যাত্রা শুরু করে। কিন্তু পানি থেকে বহুদূরের কিছু বিষয়কে তুলে ধরে মার্স রিকনসায়েন্স অরবিটার। তার তোলা ছবিতে মঙ্গল-পৃষ্ঠে গোলাকৃতি ডোম-যুক্ত কিছু বস্তুকে দেখা যাচ্ছে। অনুসন্ধানকারীদের বক্তব্য— এগুলো কোনো প্রাচীর ঘেরা শহরের ধ্বংসাবশেষ। কোনো এক সময়ে মঙ্গলের বাসিন্দারা এ নগর তৈরি করেছিল। এ ধ্বংসাবশেষগুলোর সঙ্গে দক্ষিণ আফ্রিকার পুরনো জনপদগুলোর আকৃতিগত সাদৃশ্য লক্ষ্য করার মতো। আবার অনেকে এমন কথাও বলছেন, এ ছবিগুলোর সঙ্গে মিল রয়েছে নব্যপ্রস্তর যুগের সভ্যতার সঙ্গে।

বিশ্লেষণ করে প্যারানর্মালবাদীরা দেখাচ্ছেন, গোলাকার অংশগুলো প্রাচীরের অবশেষ আর ডোম-আকৃতির বস্তুগুলো নিঃসন্দেহে বাড়িঘর। উল্কাপাতের ফলে এমন নিয়তাকার চেহারা তৈরি হতে পারে না। কোনো কোনো জায়গায় স্পষ্ট পঞ্চভুজাকৃতি ক্ষেত্রও দেখা গেছে। এগুলো নিয়েও ধন্ধে পড়েছেন এলিয়েন-থিওরির প্রবক্তারা।

ভিডিও-


 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: