facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমছে


২৩ অক্টোবর ২০১৬ রবিবার, ০৯:৩৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমছে। ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ২০১৫-১৬ অর্থবছরে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার কমেছে। ২০১৪-১৫ অর্থবছরে ভারতের সঙ্গে এ দেশের বাণিজ্য ঘাটতি ৫৩০ কোটি ৬ লাখ মার্কিন ডলারের বেশি ছিল। ২০১৫-১৬ অর্থবছরে এ ঘাটতি ৪৭৬ কোটি ১১ লাখ মার্কিন ডলারে নেমেছে; আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের আমদানি-রপ্তানি প্রতিবেদনের হালনাগাদ সূত্রে এ তথ্য জানা যায়।


২০১৫-১৬ অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৫৪৫ কোটি ৭ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে ওই দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশের আয় হয়েছে ৬৮ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার। অর্থাৎ সমাপ্ত অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৪৭৬ কোটি ১১ লাখ মার্কিন ডলার।

২০১৪-১৫ অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানিতে বাংলাদেশের ব্যয় হয়েছিল ৫৮২ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে ওই দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশের আয় হয়েছিল ৫২ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। অর্থাৎ এ সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৫৩০ কোটি ৬ লাখ মার্কিন ডলার।

এর আগে ২০১৩-১৪ অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৬০৩ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে ভারতে পণ্য রপ্তানিতে বাংলাদেশের আয় হয়েছে ৪৫ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। অর্থাৎ ওই অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৫৫৭ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: