facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

ব্যাংকিং খাতে ফের ঝুঁকছেন বিনিয়োগকারীরা


১৫ জুলাই ২০১৭ শনিবার, ০৭:১১  এএম

শেয়ার বিজনেস24.কম


ব্যাংকিং খাতে ফের ঝুঁকছেন বিনিয়োগকারীরা

কিছুদিন আগেও ব্যাংক খাতের কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগ অনেকটা কমিয়ে এনেছিলেন বিনিয়োগকারীরা। বিপরীত দিকে বস্ত্র খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগ বাড়িয়েছিলেন তারা। কিন্তু ফের ব্যাংকিং খাতের শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এতে এ খাতের টার্নওভারেও প্রভাব পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সদস্য একটি প্রতিষ্ঠানের পর্যালোচনায় এমনটিই উঠে এসেছে।

তথ্যমতে, বাজারে মোট লেনদেনের মধ্যে আগের চেয়ে চলতি সপ্তাহে দুই শতাংশ কমেছে বস্ত্র খাতের কোম্পানির, যা মোট লেনদেনের ১৭ শতাংশ। চলতি সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এ খাতের দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৭ কোটি টাকা।

এদিকে আগের চেয়ে চলতি সপ্তাহে ব্যাংকিং খাতের লেনদেন দুই শতাংশ বেড়েছে। চলতি সপ্তাহে এ খাতের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ শতাংশ বা ১৬৪ কোটি টাকা।

এ দুটি খাতের পরেই অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠানগুলো। এ খাতে চলতি সপ্তাহে মোট লেনদেনের অংশগ্রহণ ১৪ শতাংশ। এ খাতের লেনদেনের পরিমাণ ছিল ১৬১ কোটি টাকা। তারপরই রয়েছে প্রকৌশল খাতের, লেনদেনে এ খাতের অংশগ্রহণ ১০ শতাংশ। চলতি সপ্তাহে এ খাতের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ কোটি টাকা।

এদিকে পিই রেশিও অনুযায়ী, ব্যাংকিং খাতে বর্তমানে বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে বলে মনে করেছন বিশ্লেষকরা। তাদের মধ্যে পিই রেশিও যতদিন ১৫-এর ঘরে থাকে, ততোদিন বিনিয়োগ নিরাপদ।

চলতি সপ্তাহে পিই রেশিওর দিক দিয়ে ব্যাংকিং খাতের অবস্থান ৯ দশমিক দুই পয়েন্টে। ওষুধ ও রসায়ন খাতের ১৯ দশমিক ৯ পয়েন্টে এবং বস্ত্র খাতের ২৪ দশমিক সাত পয়েন্টে অবস্থান করছে। এক সপ্তাহ আগে ব্যাংকিং খাতের পিই রেশিও ছিল আট দশমিক ৯২ পয়েন্টে, বস্ত্র খাতের পিই রেশিও ২৪ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করেছিল।

সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীই হুজুগে বিনিয়োগ করে থাকেন। তারা কয়েক দিন আগেও লভ্যাংশ ঘোষণা হবে এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন। সে সময় বিনিয়োগকারীরা বস্ত্র খাতসহ অন্যান্য খাতে বিনিয়োগ করায় সেসব খাতের টার্নওভার অনেকটা বেড়েছিল। তবে এখন আবার মৌলভিত্তি দেখে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করছেন তারা। ফের মৌলভিত্তি কোম্পানি দেখে ব্যাংকিংয়ের মতো খাতে বিনিয়োগ করার এ খাতের টার্নওভার বেড়েছে।

তারা আরও বলেন, বাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা দুই ধরনের গেইন করতে চান। এর মধ্যে ডিভিডেন্ড গেইন, অন্যদিকে ক্যাপিটাল গেইন। কেউ চান দ্রুত গেইন করতে আবার কেউ দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে। তবে ডিসেম্বর ক্লোজিংয়ে ব্যাংকিং খাতের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ খাতের লভ্যাংশ গেইন করার পর বিনিয়োগকারীরা এই খাতের বিনিয়োগ অনেকটা কমিয়ে এনেছিলেন সামনে লভ্যাংশ ঘোষণা করা হবে এমন খাতের কোম্পানিতে বিনিয়োগ করে। ফের ব্যাংকিং খাতের কোম্পানির শেয়ারে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। কারণ এসব কোম্পানিতে অন্যান্য খাতের চেয়ে ঝুঁকি কম, তাছাড়া মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি রয়েছে। একই সঙ্গে শেয়ারদর কম এবং পিই রেশিও অনুযায়ী ব্যাংকি খাতের শেয়ারে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। এসব কারণেই এ খাতের টার্নওভার বাড়ছে।

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, পিই রেশিও অনুযায়ী ব্যাংকিং খাতে বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ খাতের শেয়ারদরও কম। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এ খাতে বিনিয়োগ করেন বিনিয়োগকারীরা। এ কারণে লেনদেনেও ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন তিনি।

পুঁজিবাজারে ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির তালিকাভুক্ত এবং বস্ত্র খাতের ৪৮টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছ

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: