facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

ব্যবসা বাড়াতে ব্যাপক জমি কিনবে এমজেএল বাংলাদেশ


১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার, ০৩:১৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


ব্যবসা বাড়াতে ব্যাপক জমি কিনবে এমজেএল বাংলাদেশ

ব্যবসা বাড়াতে জমি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রূপগঞ্জের মুরাপাড়ায় ৫৩ বিঘা জমি কেনা হবে। এই জমি কিনতে খরচ হবে ৯৭ কোটি টাকা। কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা বাড়ানোর জন্য এই জমি কেনা হচ্ছে বলে জানা গেছে।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৭১ দশমিক ৫৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে দশমিক ৮৭ শতাংশ। আর ১২ দশমিক ৯৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: