facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

বৈঠকের খবরে মিউচুয়াল ফান্ড ফের চাঙ্গা


২৭ নভেম্বর ২০২০ শুক্রবার, ০৭:২২  এএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


বৈঠকের খবরে মিউচুয়াল ফান্ড ফের চাঙ্গা

বীমা ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকছে শেয়ারবাজারের বেশিরভাগ লেনদেন। গতকাল বৃহস্পতিবার মিউচুয়াল ফান্ড ছাড়া বেশিরভাগ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। এর মধ্যে মিশ্রধারায় ছিল বীমা খাত।

লেনদেনের এমন পরিস্থিতিতে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার কেনাকাটার পরিমাণ ১৫৫ কোটি টাকা বেড়ে ৭৫৮ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেনে মিশ্রধারার মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৪৮৬৯ পয়েন্টে উঠেছে।

পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত ৩৭ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে গতকাল ৩৬টির বাজারদর বেড়েছে। গড়ে এ খাতের বাজারদর বেড়েছে সাড়ে ৪ শতাংশ। অথচ গত বুধবার পরিস্থিতি ছিল ঠিক উল্টো, ৩৬ ফান্ডের দর কমার বিপরীতে মাত্র একটির দর অপরিবর্তিত ছিল। মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনায় থাকা সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোর সঙ্গে আগামী রোববার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বৈঠকের খবর এ খাতের দরবৃদ্ধির কারণ বলে জানিয়েছেন বাজার-সংশ্নিষ্টরা।

অপর আলোচিত খাত বীমায় ছিল মিশ্রধারা। এ খাতের ৪৮ শেয়ারের মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ২০টির। গত বুধবার এ খাতের ৩৯ শেয়ারের বাজারদর বেড়েছিল, কমেছিল ছয়টির দর। এর বাইরে ব্যাংক খাতের ৩০ কোম্পানির মধ্যে নয়টির দর বেড়েছে, কমেছে সাতটির। লেনদেনে মিশ্রধারা থাকলেও লেনদেনে এ খাত ছিল শীর্ষে। ডিএসইর ৭৫৮ কোটি টাকার লেনদেনে এ খাতেরই অবদান ছিল ৩০০ কোটি ৭৭ লাখ টাকার, যা মোটের প্রায় ৪০ শতাংশ।

উৎপাদন ও সেবা খাতের মধ্যে জ্বালানি ও বিদ্যুতের লেনদেন হওয়া ১৬ শেয়ারের মধ্যে তিনটির দর বেড়েছে, কমেছে ১০টির। প্রকৌশল খাতের লেনদেন হওয়া ৩৮ কোম্পানির মধ্যে মাত্র দুটির দর বেড়েছে, কমেছে ২০টির। প্রায় একই রকম চিত্র দেখা গেছে অন্য সব খাতে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: