facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

বেশি কমেছে বিদেশিদের পছন্দের শেয়ারের দর


০৪ মার্চ ২০১৮ রবিবার, ০২:১৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


বেশি কমেছে বিদেশিদের পছন্দের শেয়ারের দর

টানা তিন মাস বিক্রির তুলনায় বেশি কেনার পর ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার প্রবণতায় ছেদ পড়েছে। গত মাসে তারা বিক্রি করেছেন বেশি। এর নেতিবাচক প্রভাবও পড়েছে তাদের পছন্দের শেয়ারগুলোর দরে। পর্যালোচনায় দেখা গেছে, গত মাসে তাদের পছন্দের শীর্ষে থাকা ৫০ শেয়ারের ৭৮ শতাংশই দর হারিয়েছে; যেখানে গত মাসে সার্বিকভাবে ৬৫ শতাংশ শেয়ারের বাজারদর কমেছে। অবশ্য বিদেশিদের শেয়ার বিক্রির চাপেই এসব শেয়ারের দর কমেছে কি-না, তা একেবারে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধান শেয়ারবাজার ডিএসইতে গত মাসে প্রায় ৩৯৩ কোটি টাকা মূল্যের শেয়ার কিনেছেন বিদেশিরা এবং বিক্রি করেন ৪৮৭ কোটি ৭২ লাখ টাকার। অর্থাৎ প্রায় ৯৫ কোটি টাকার শেয়ার বেশি বিক্রি করেন। যদিও নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বিক্রির তুলনায় তারা প্রায় ২৬৯ কোটি টাকার শেয়ার বেশি কিনেছিলেন।

এমনকি বছরের শুরুতে জানুয়ারিতেও ব্যাপক দরপতনের মাসে বিদেশিরা ৪৮০ কোটি ১৭ লাখ টাকা মূল্যের শেয়ার বিক্রির বিপরীতে ৬৬৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কিনেছিলেন। অর্থাৎ মাত্র এক মাস আগেও তারা ১৮৭ কোটি টাকার বেশি শেয়ার কিনেছেন।

এক মাসে বিদেশিদের বেশি শেয়ার বিক্রি তেমন বড় কিছু নয় বলে মনে করেন বিশ্নেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ সমকালকে বলেন, তালিকাভুক্ত ৩০২ কোম্পানির মধ্যে বিদেশির ৯৫ শতাংশই বিনিয়োগ মাত্র ২০-২৫টিতে। যখন এদের পছন্দের শেয়ারের দাম বেড়ে যায়, তখন বিক্রি করে লাভ তুলে নেয়। গত তিন মাসের দরপতনের সময়ও ভালো শেয়ারের দর বেড়েছে। এ কারণে তাদের বিক্রি বাড়তে পারে। এতে চিন্তিত হওয়ার কিছু নেই।

পর্যালোচনায় দেখা গেছে, গত মাসে বিদেশিরা ৮৮০ কোটি ৭১ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা করেছেন। এ সময়ে ডিএসইতে ৭ হাজার ৬৮০ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। কেনা ও বেচা উভয় দিক বিবেচনায় নিলে এর পরিমাণ ১৩ হাজার ৩৫৯ কোটি টাকা। এতে বিদেশিদের অংশ ৫ দশমিক ৭৩ শতাংশ।

পর্যালোচনার তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে বিদেশিদের পছন্দের শীর্ষে থাকা ২০ কোম্পানির মধ্যে ১৬টির বা ৮০ শতাংশের দর কমেছে। শীর্ষ ৫০টির মধ্যে কমেছে ৩৯টির বা ৭৮ শতাংশের দর। যেখানে তালিকাভুক্ত ৩০২ কোম্পানির মধ্যে গত মাসে ৬৫ শতাংশের দর কমেছে। অর্থাৎ বিদেশিদের পোর্টফোলিওতে থাকা শেয়ারগুলোর দর কমেছে তুলনামূলক বেশি।

গত মাসে বিদেশিদের পছন্দের শেয়ারগুলোর মধ্যে রেনেটা, ডিবিএইচ, বার্জার পেইন্টসের শেয়ারদর ১ থেকে ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিপরীতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, আমরা নেটওয়ার্কস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, আইডিএলসি, সিঙ্গার ও মারিকোর বাজারদর ২ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমেছে।

সূত্র জানায়, তালিকাভুক্ত বহুজাতিক এবং দেশি কিছু স্বনামখ্যাত কোম্পানির শেয়ারদর বেশ খানিকটা বেড়ে যাওয়ায় মূলধন বৃদ্ধিজনিত মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা। তবে ব্যাংকিং খাতের সার্বিক সংকটাবস্থাও বিদেশিদের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে থাকতে পারে।

নির্ভরযোগ্য অপর একাধিক সূত্র জানিয়েছে, সার্বিক হিসেবে ডিএসই থেকে বিদেশিদের শেয়ার বিক্রি বাড়লেও এই বিক্রির চাপের বড় অংশ এসেছে লংকাবাংলা সিকিউরিটিজ থেকে। সে তুলনায় ব্র্যাক ইপিএল ও সিটি ব্রোকারেজসহ বিদেশিরা অন্য যেসব ব্রোকারেজ থেকে শেয়ার কেনাবেচা করেন, তাদের বিক্রির পরিমাণ ছিল তুলনামূলক কম।

জানতে চাইলে লংকাবাংলা সিকিউরিটিজের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বিদেশিরা শেয়ার কেনাবেচার ক্ষেত্রে নিজস্ব গবেষণা দলের পরামর্শ নেন। শেয়ারবাজারের সার্বিক অবস্থার বাইরে সংশ্নিষ্ট দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থাও বিবেচনায় রাখেন। তবে গত মাসের বিক্রির ক্ষেত্রে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ওই কর্মকর্তা আরও জানান, বাজারের নেতিবাচক অবস্থায় দেশিয় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি না করতে অনুরোধ করা হয়। অনেক ক্ষেত্রে তারা তা শুনেছেন। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে এমন অনুরোধ করা যায় না। এতে হিতে বিপরীত হয়।

এদিকে গত মাসে বিদেশিদের শেয়ার বিক্রির পরিমাণ কিছুটা বেশি হলেও তা গত কয়েক বছরের তাদের নতুন বিনিয়োগের তুলনায় খুবই সামান্য। পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, ২০১৪ সালের জানুয়ারি থেকে গত ৫০ মাসের মধ্যে মাত্র ১০ মাস কেনার তুলনায় শেয়ার বিক্রি করেছেন বেশি।

সবশেষ ৫০ মাসে বিদেশিরা মোট ২১ হাজার ১৩০ কোটি টাকার শেয়ার কেনেন। বিপরীতে বিক্রি করেন ১৫ হাজার ১৮৬ কোটি টাকার শেয়ার। অর্থাৎ এ সময়ে তারা নিট ৫ হাজার ৯৪৪ কোটি টাকার শেয়ার বেশি কিনেছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: