facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

বিশ্বের সবচেয়ে কৃপণ নারীর যত কথা


২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার, ০৬:১০  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিশ্বের সবচেয়ে কৃপণ নারীর যত কথা

বিশ্বের সবচেয়ে কৃপণ নারীর খেতাব পেয়েছিলেন এক মার্কিনী। তার নাম হেট্টি গ্রিন, নিউইয়র্ক শহরের বাসিন্দা তিনি। ওই নারী বিপুল সম্পদশালী হয়েও সর্বকালের সেরা কৃপণ হিসেবে খ্যাত। তিনি একজন ব্যবসায়ীও ছিলেন। রিয়েল স্টেট ব্যবসাই ছিল তার ধ্যান-জ্ঞান।

তবে তিনি এতোটাই কৃপণ ছিলেন যে একেবারে জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত তিনি তার একমাত্র কালো পোশাকটি কখনও পরিবর্তন করতেন না। পানি খরচ হবে বলে হাত ধোয়া হত না বললেই চলে, গাড়িও চড়তেন একটি অতি পুরনো।

প্রচন্ড শীতেও গরম পানি ব্যবহার করতেন না তিনি। খেতেন মাত্র ১৫ সেন্ট ব্যয় করে এক ধরনের ঠাণ্ডা পুডিং। এমনও শোনা গেছে যে সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেত তখন শুধু ময়লা অংশটুকু ধুয়ে নিতেন।

১৮৩৫ সালে জন্ম নেওয়া এই নারীর মৃত্যু হয় ১৯১৬ সালে। মৃত্যুর সময় তার ব্যাংকে ৯৫ মিলিয়ন ডলার অর্থাৎ বর্তমান হিসাবে প্রায় ৭৫ কোটি টাকা ছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: