facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট তালিকায় বাংলাদেশ কত?


০৫ মার্চ ২০১৮ সোমবার, ০৩:০৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিশ্বের শক্তিশালী পাসপোর্ট তালিকায় বাংলাদেশ কত?

জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব বিষয়ক যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারের এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। খবর সিএনএনের।

ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১৮০টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পায় কেবল দুটি দেশের নাগরিক। দেশ দুটি হচ্ছে জাপান ও সিঙ্গাপুর।

হেনলি অ্যান্ড পার্টনারের সূচকে বলা হচ্ছে, এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপান ও সিঙ্গাপুরের। দেশ দুটি শীর্ষে থাকা জার্মানিকে টপকে এ স্থান দখল করেছে। জার্মানির নাগরিকরা এখন ১৭৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।

তবে জাপান ও সিঙ্গাপুর শীর্ষ স্থানে উঠে আসার জন্য উজবেকিস্তান ও প্যারাগুয়ের ভূমিকা রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে উজবেকিস্তান দেশ দুটিকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ করে দেয়। আর গেলো বছর প্যারাগুয়ে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ করে দেয়। ফলে দেশ দুটির অবস্থানে পরিবর্তন এলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা ১৭৬টি, যুক্তরাজ্য ১৭৭টি আর রাশিয়ার নাগরিকরা ১১৪টি দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পায়। এদিকে ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৭। সূচকে পাকিস্তানের অবস্থান ১০২। আর ভারতের অবস্থান ৮১ নম্বরে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: