facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

বিমানবন্দর এলাকায় তেলের ছড়াছড়ি


০৫ মার্চ ২০১৮ সোমবার, ০৫:৫২  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিমানবন্দর এলাকায় তেলের ছড়াছড়ি

মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী ট্রাক উল্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রীতিমতো তেলের ছড়াছড়ি। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিলে পুলিশ রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলেছে।

সোমবার (৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ওই গাড়িতে প্রায় ৯ হাজার লিটার জ্বালানি তেল ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খিলক্ষেত হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল তেলবাহী ট্রাকটি। বিমানবন্দর চত্বরে ইউটার্ন নেয়ার সময় তা উল্টে যায়। ট্রাকটিতে থাকা পুরো তেলই রাস্তায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ট্রাকচালক আহত হন। তেল নিঃসরণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ জানান, একটি তেলবাহী গাড়ি পড়ে যাওয়ায় ওই এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের দুটো ইউনিট সেখানে কাজ করছে। যেহেতু ওই স্পর্শকাতর এলাকায় এ ঘটনা ঘটেছে, তাই ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন। তেল নিঃসরণের প্রক্রিয়া চলছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: