facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

বিবিএস ক্যাবলসের শেয়ার দরে ধস


০১ আগস্ট ২০১৭ মঙ্গলবার, ১০:২৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিবিএস ক্যাবলসের শেয়ার দরে ধস

লেনদেন শুরুর পরের দিনই বিবিএস ক্যাবলস’র শেয়ারের ক্রেতা সংকট দেখা দিয়েছে। ফলে মঙ্গলবার দরপতনের শীর্ষ স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। অথচ লেনদেন শুরুর প্রথম দিনেই মূল্যবৃদ্ধি ও লেনদেনের দিক থেকে শীর্ষ স্থান দখল করে বিবিএস ক্যাবলস।

শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম দিন সোমবার ১০ টাকা ফেসভ্যালুর বিবিএস ক্যাবলস’র শেয়ারের লেনদেন শুরু হয় ৫১ টাকায়, যা দিন শেষে বেড়ে দাঁড়ায় ৯০ টাকায়। অর্থাৎ প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বাড়ে ৮০ টাকা বা ৮০০ শতাংশ।

অন্যদিকে প্রতিষ্ঠানটির মোট ৭৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেদদেন। এর মাধ্যমে বিবিএস ক্যাবল লেনদেনের শীর্ষ স্থানটিও দখল করে।

তবে লেনদেনের দ্বিতীয় দিনে এসে ক্রতা সংকট দেখা দেয়ায় লেনদেন শুরুর প্রথম থেকেই কমতে থাকে প্রতিষ্ঠানটির শেয়ার দাম। দিনের শেষ পর্যন্ত দাম কমা অব্যহত থাকে। ফলে দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দাম আগের দিনের তুলনায় ৯ শতাংশ কমে যায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির শেয়ার দাম কমার দিক থেকে শীর্ষ স্থান দখল করেছে।

অপরদিকে ক্রেতা সংকট দেখা দেয়ার কারণে সারাদিনে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে মাত্রা ১৬ কোটি ৯৯ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৭ কোটি ৬০ লাখ টাকা কম। সে হিসাবে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন এক কার্যদিবসের ব্যবধানে প্রায় ৫ ভাগের এক ভাগে নেমে এসেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: