facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

বিনিয়োগকারীদের আস্থা আরও টেকসই হবে: বিএসইসি চেয়ারম্যান


২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার, ০৯:৪১  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিনিয়োগকারীদের আস্থা আরও টেকসই হবে: বিএসইসি চেয়ারম্যান

‘বুক বিল্ডিং’ পদ্ধতি সংশোধনের দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে ডিএসইর নবনির্বাচিত পর্ষদের এক মতবিনিময় সভায় এ দাবি তোলা হয়।

রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসির নতুন কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, অধ্যাপক ড. স্বপন কুমার বালাসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ডিএসইর নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ডিএসইর পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ড. এম. কায়কোবাদ, ব্রিগেডিয়ার জে. আবুল মনসুর মো. আশরাফ খান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, মো. রকিবুর রহমান, মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসূল, ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা একেএম জিয়াউল হাসান খান, এফসিএ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান প্রমুখ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে সামনে রেখে এবং পুঁজিবাজারের উন্নয়নে এক্সচেঞ্জগুলোকে শতভাগ কর অবকাশ সুবিধা ও ক্লিয়ারিং কোম্পানি গঠনে শতভাগ মালিকানা প্রদান, ট্রেডিংয়ের সময় বাড়ানো, স্বল্প মূলধনি দ্বারা যোগ্য বিনিয়োগকারী প্রস্তাব আইন ২০১৬ সংশোধন, ডিএসইর ওটিসি মার্কেটের উন্নয়ন, পৃথক সিডিএস গঠন, সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় অর্ডারে গ্রাহকের স্বাক্ষর এবং গ্রাহককে ব্রোকারের ক্রেডিট সুবিধা প্রদানের প্রস্তাব তুলে ধরে ডিএসই।

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ডিএসইর নবগঠিত পরিচালনা পর্ষদকে স্বাগত জানিয়ে বলেন, ডিএসইর গতিশীল নেতৃত্বে বর্তমান পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের যে আস্থা সৃষ্টি হয়েছে, তা আরও টেকসই হবে এবং পুঁজিবাজারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলা করে বাজার আরও সামনের দিকে এগিয়ে যাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: