facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

বিদেশে আরও ভালো করবে বাংলাদেশ


১৪ জানুয়ারি ২০১৭ শনিবার, ০৯:৫৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিদেশে আরও ভালো করবে বাংলাদেশ

বাংলাদেশের রাশি রাশি প্রশংসা করলেন টেলর। ছবি: বিসিবিআড়াই বছর পর বিদেশের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টের ফল যা-ই হোক না কেন, ক্রিকেট বিশ্বকে প্রথম ইনিংস দিয়েই চমকে দিয়েছে মুশফিকুর রহিমের দল। আজ সংবাদ সম্মেলনে রস টেলরও প্রশংসার বৃষ্টিতে ভেজালেন বাংলাদেশকে। বাংলাদেশ সামনের দিনগুলোতে বিদেশে আরও ভালো করবে বলেই মত অভিজ্ঞ এই ব্যাটসম্যানের।

চোখের অস্ত্রোপচার থেকে ফিরে আসার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ​ছিলেন না। তবে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির খবর অজানা নেই টেলরের কাছে। এমনকি রঙিন পোশাকে বাংলাদেশকে বিবর্ণ দেখালেও টেলর মনে করেন, ৬-০ ব্যবধান দিয়ে বোঝা যাবে না ওই দুই সিরিজের ফল।

এই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশ যা খেলেছে, তাকে এক কথায় ‘অসাধারণ’ বলেছেন টেলর। বলেছেন, ‘দেখুন বিদেশের মাটিতে অভিজ্ঞতা অর্জনের মতো যথেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট কিন্তু ওরা খেলেনি। যত বেশি ওরা দেশের বাইরে খেলবে, তত বেশি ভালো দল হয়ে উঠবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ফল যেমনটা দেখাচ্ছে, তার চেয়ে কিন্তু সিরিজে লড়াইয়ের তীব্রতা অনেক বেশি ছিল।’

বাংলাদেশ রঙিন পোশাকে সাদামাটা ছিল মুশফিকুর রহিমের চোটের কারণে মিডল অর্ডারে দেখা দেওয়া শূন্যতার কারণে। টেলরের অভিজ্ঞ চোখ বলছে, ‘মুশফিক চোটের কারণে ছিটকে পড়েছিল, মিডল অর্ডারে ওর অভাবটা ওরা টের পেয়েছে। দল ওর ওপর ভীষণভাবে নির্ভরশীল। ​ওয়ানডে বা টি-টোয়েন্টিতে ও ওই ধরনের পরিস্থিতিতে যদি এমন ইনিংস খেলত, হয়তো গল্পটা অন্য রকম হতো।’

বাংলাদেশ দলটা এখন একজনের দলও যে নয়, তার বলে দিলেন টেলর, ‘অনেক দিন ধরেই সাকিব বিশ্বসেরা। আর ওদের তরুণ স্পিনারটিও (মিরাজ) বেশ ভালো করছে। আমরা তো ভাবিইনি ওকে দিয়েই বোলিংয়ের শুরু হবে। এখানে শুরুতেই এসে বল করা সহজ নয়। বেশির ভাগ বোলারের চেয়ে ও কিন্তু রান কম দিয়েছে। ওদের পেসাররাও এই কন্ডিশনে বোলিং উপভোগ করেছে। দেশের বাইরে ওরা যত বেশি খেলবে, ওরা আরও বেশি ভালো হয়ে উঠবে।’

টেস্টের তৃতীয় দিনে সেরা ব্যাটসম্যানকে আউট করতে দিনের সেরা বলটাই করতে হলো তাসকিন আহমেদকে। গুড লেংথে পিচ করে বলটা একটু ভেতরে এল বলটা। দুর্দান্ত ব্যাট করতে থাকা কেন উইলিয়ামসন ইনিংসের প্রথম ভুলটা করে বসলেন। পুরো ইনিংসেরই প্রথম ভুল, তাসকিনের বলটা সোজা ব্যাটে না খেলা। আলতো একটু ছোঁয়া, ওতেই আউট হয়ে গেলেন আগের বলেই ফিফটি করা নিউজিল্যান্ড অধিনায়ক। তাসকিন পেয়ে গেলেন তাঁর প্রথম টেস্ট-উইকেট। উইলিয়ামসনের পর ফিরে গেছেন রস টেলরও। কামরুল ইসলাম রাব্বীর বলে পুল করতে গিয়ে মিড উইকেটে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়েছেন তিনি। দলের দুই সেরা ব্যাটসম্যানকে হারালেও নিউজিল্যান্ডের ইনিংসের হাল দারুণভাবে ধরে রেখেছেন টম ল্যাথাম। তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে লড়াইয়ে ভালোভাবেই আছে নিউজিল্যান্ড। ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৯২। এখনো ৩০৩ রানে পিছিয়ে তারা।

কন্ডিশন বিচারেই পেসারদের ওপর ভরসা বাংলাদেশের। তবে দিনের সিংহভাগ ওভার করেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ২৬ ওভার বল করে ৮২ রান দিয়ে উইকেট-শূন্য মিরাজ। ভালো বল করলেও উইকেট পাননি অভিষিক্ত শুভাশিস। ১৬ ওভার বল করে তিনি ৪৬ রান দিয়েও উইকেটের কপাল খোলেনি তাঁর। তাসকিন ১৫ ওভারে ৭৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। কামরুল ২ উইকেট পেয়েছেন ১৩ ওভারে ৫৩ রান দিয়ে। সাকিব ৭ ওভারের বেশি বল করেননি। নিজের ৭ ওভারে তাঁর খরচ ৩০ রান।

বেসিন রিজার্ভে অনুষ্ঠিত হওয়া ৫৯টি টেস্টে চতুর্থ নিউজিল্যান্ড-ওপেনার হিসেবে সেঞ্চুরি করলেন ল্যাথাম। এই মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরি জন রাইটের-৩টি। রাইট-ল্যাথামের বাইরে এই মাঠে সেঞ্চুরি পেয়েছিলেন স্টুয়ার্ট ডেম্পস্টার ও জ্যাকি মিলস। এই দুজনই সেঞ্চুরি পেয়েছিলেন সেই ১৯৩০ সালে। রাইটের তিনটি সেঞ্চুরি ১৯৮৭, ১৯৯০ ও ১৯৯২ সালে। সে হিসেবে ২৫ বছর পর বেসিন রিজার্ভে সেঞ্চুরি পেলেন নিউজিল্যান্ডের কোনো ওপেনার।

ল্যাথাম দিন শেষে অপরাজিত ১১৯ রানে। ২২২ বল খেলে ১৩টি চারে সাজানো ল্যাথামের ইনিংসটি নিউজিল্যান্ডের ইনিংসের প্রাণই বলা যেতে পারে। উই​লিয়ামসন আউট হয়েছেন ৫৩ রান করে, টেলর ৪০ রান করে। ল্যাথাম প্রথমে উইলিয়ামসনের সঙ্গে বাঁধেন ৭৭ রানের জুটি। এরপর টেলরকে নিয়ে যোগ করেন আরও ৭৪ রান। দিন শেষে ৩৫ রানে অপরাজিত হেনরি নিকোলসের সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন জুটিটি ৮৭ রানের।

দিনের প্রথম ঘণ্টায় সাব্বিরের ফিফটির পর (৫৪*) ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: