facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

বিদায়ী অর্থবছরে কমেছে বিদেশি বিনিয়োগ


০৭ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার, ১২:০৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


বিদায়ী অর্থবছরে কমেছে বিদেশি বিনিয়োগ

পর পর তিন বছর প্রবৃদ্ধির পর বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। এ সময়ে রেকর্ড পরিমাণে আমদানি বাড়লেও সে তুলনায় বিদেশি বিনিয়োগের হার নগণ্য।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য অর্থবছরে এফডিআই এসেছে ২৭৯ কোটি ৮০ লাখ ডলার, যা এর আগের (২০১৬-১৭) অর্থবছরের চেয়ে ৭.৯০ শতাংশ কম। অন্যদিকে শেয়ারবাজারেও বিদেশি বিনিয়োগ কমেছে। অর্থবছর শেষে শেয়ারবাজারে ৩৬ কোটি ৫০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা তার আগের অর্থবছরে ছিল ৪৫ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের করা ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) অনুযায়ী আগের অর্থবছরের তুলনায় মধ্য ও দীর্ঘ মেয়াদে বিদেশি ঋণ গ্রহণের পরিমাণও বেড়েছে। আর্থিক হিসাবের ভারসাম্য থেকে দেখা যাচ্ছে, এ ধরনের ঋণ এসেছে ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৭৯.৭৭ শতাংশ বেশি। বিদেশি ঋণ বাড়লেও বিদেশি বিনিয়োগ কমে এসেছে।

সর্বশেষ এফডিআই কমেছিল ২০১৪ সালে। সে বছর ১৪.৪৫ শতাংশ বিনিয়োগ কম হয়েছিল আগের বছরের তুলনায়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: