facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

বিএনপির অভিযোগ নাকচ


১৯ জুন ২০১৭ সোমবার, ০২:৪৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিএনপির অভিযোগ নাকচ

রাঙামাটিতে বিএনপির গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এর পেছনে মতলবি মহলের হাত রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। সরকার কেন তাদের হাতে ইস্যু তুলে দেবে?

সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহী, মিটার ছাড়া সিএনজিসহ অননুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ-এর মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, একটি মতলবি মহল দেশকে অস্থিতিশীল করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। পরাজয় হবে জেনে আগামী নির্বাচনে না যাওয়ার ফন্দি খুঁজছে বিএনপি।

গত রোববার বিএনপির গাড়িবহরে হামলারর পর দলটির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ এজন্য আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের কর্মীদের অভিযুক্ত করেন। তবে হাছান মাহমুদ এ ঘটনায় তার কর্মীদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।

পাহাড় ধসে দুর্গতদের মধ্যে ত্রাণ দিতে গিয়ে রাঙামাটির কাপ্তাইয়ের ইছাখালি এলাকায় রোববার হামলার শিকার হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: