facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

বার্জার পেইন্টসের ৪২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা


২৪ মে ২০১৭ বুধবার, ০৮:০৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


বার্জার পেইন্টসের ৪২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

বুধবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে কোম্পানিটি ১৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। সব মিলে ১৫ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬০০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিল কোম্পানিটি।

১৫ মাসে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০৩ টাকা ২০ পয়সা। আগের ১৫ মাসে যা ছিল ৭৩ টাকা  ৭০ পয়সা। আর সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০৯ টাকা। এর আগের ১৫ মাসে যা ছিল ৭৭ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪৯ টাকা ৫০ পয়সা। এর আগের ১৫ মাসে যা ছিল ১৮৬ টাকা ৪০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১৬ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ জুন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: