facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

বাজারে চরম ঝুঁকিপূর্ণ ১০ শেয়ার নিয়ে সতর্কবার্তা


০২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ১১:৩৩  এএম

শেয়ার বিজনেস24.কম


বাজারে চরম ঝুঁকিপূর্ণ ১০ শেয়ার নিয়ে সতর্কবার্তা

অনেক সতর্ক করার পরও দুর্বল ও বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ কোম্পানিতে বিনিয়োগ থামছে না। বরং বাজারে উত্থানের সুযোগে বিতর্কিত কোম্পানির দৌরাত্ম্য বাড়ছে। আয়-মুনাফার সঙ্গে সঙ্গতিহীনভাবে দর বাড়ার কারণে বিনিয়োগ ঝুঁকিও বাড়ছে। শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ কোম্পানির বর্তমান পিই রেশিও বিএসইসি নির্দেশিত সীমার চেয়ে সর্বনিম্ন আড়াইগুণ থেকে সর্বোচ্চ ৪৩ গুণ বেশি। তারপরও কোম্পানিগুলোর শেয়ার অতিমূল্যায়িত হচ্ছে।

আর্থিক অবস্থা যত ভালোই হোক না কেন বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোম্পানির পিই রেশিও পিই ৪০-এর ওপরে গেলে সেই শেয়ারকে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়। ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগের জন্য মার্জিন ঋণ দেওয়া হয় না। তাই ঝুঁকিপূর্ণ কোম্পানি থেকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের।

শেয়ারবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘আমাদের দেশের অধিকাংশ বিনিয়োগকারীই না বুঝে অন্যের কথায় শেয়ার কেনাবেচা করেন। ফলে তারা প্রতিষ্ঠানের মৌলভিত্তির কথা ভুলে যান। এ জন্য একসময় তাদের চরম মূল্যও দিতে হয়। নিজের পুঁজির নিরাপত্তার কথা ভেবেই বিনিয়োগকারীদের সচেতন হওয়া দরকার।’

ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক রকিবুর রহমান বলেন, ‘‘কোনো কোম্পানিতে বিনিয়োগের আগে কর-পরবর্তী মুনাফা, শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি সম্পদমূল্যসহ (এনএভি) আরও কিছু বিষয় জেনে নেওয়া দরকার। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ‘মূল্য আয় অনুপাত’। এটি যত কম থাকবে ততই ভালো। পক্ষান্তরে এটি বেশি হলে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ বিষয়টি ভুলে গেলে চলবে না।’’

প্রাপ্ত তথ্যমতে, মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বিবেচনায় পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকির শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি ‘ইস্টার্ন কেবলস’। ১৯৮৬ সালে তালিকাভুক্ত  কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা তিন বছর ধরে কমছে। ২০১২-১৩ থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত সময়ে কোম্পানিটির মুনাফা ১১ কোটি ৩৯ লাখ টাকা কমেছে। এর বিপরীতে শেয়ার বাড়ছে। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে সর্বশেষ কার্যদিবস পর্যন্ত দুই বছরে কোম্পানিটির শেয়ারদর ৩৪ টাকা বেড়েছে। আয় কমার বিপরীতে শেয়ারদরের ঊর্ধ্বমুখী প্রবণতায় ইস্টার্ন কেবলসের পিই রেশিও বাড়ছে। সর্বশেষ ১৭২২ দশমিক পাঁচ পয়েন্টে অবস্থান করছে, যা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নির্দেশিত ঝুঁকিসীমার প্রায় ৪৩ গুণ। এর মধ্য দিয়ে ঝুঁকির শীর্ষ কোম্পানির তালিকার শীর্ষে উঠে এসেছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ১৯৮৮ সালে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ‘বিডি অটোকারস’। ১০১২-১৩ অর্থবছরে লোকসানে থাকা কোম্পানিটি সর্বশেষ ২০১৫-১৬  অর্থবছরে ১৪ লাখ ৮০ হাজার টাকা মুনাফা করেছে। এর আগের অর্থবছরের তুলনায় কর-পরবর্তী মুনাফা দুই লাখ ২০ হাজার টাকা বেড়েছে। তবে আয়ের সঙ্গে দর বাড়ার সঙ্গতি নেই। গত দুই বছরে কোম্পানিটির শেয়ারদর প্রায় ৬৫ টাকা বেড়েছে। সাম্প্রতিককালে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় দাপুটে অবস্থানে ছিল নামমাত্র বোনাস লভ্যাংশ দেওয়া দুর্বল ভিত্তির এ কোম্পানিটির। সর্বশেষ কার্যদিবসে লেনদেন শেষে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ‘জেড’ ক্যাটাগরির বিডি অটোকারসের পিই রেশিও দাঁড়িয়েছে ২৯৬ দশমিক ২১ পয়েন্টে, যা নির্দেশিত সীমার প্রায় সাড়ে সাতগুণ।

বিনিয়োগ ঝুঁকির দিক থেকে তৃতীয় মেঘনা গ্রুপের কোম্পানি ‘মেঘনা সিমেন্ট’। ১৯৯৫ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে ২০ কোটি ৪৬ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে। এর বিপরীতে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। গত দুই বছরে কোম্পানিটির শেয়ারদরের ওঠানামা ছিল লক্ষণীয়। সর্বশেষ কার্যদিবসে মেঘনা সিমেন্টের প্রতিটি শেয়ার ১১০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। বুধবার দিনশেষে কোম্পানিটির পিই রেশিও দাঁড়িয়েছে ২৪০ দশমিক ৬৫ পয়েন্টে, যা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নির্দেশিত ঝুঁকিসীমার প্রায় ছয়গুণ।

ওই তিন কোম্পানি ছাড়া শীর্ষ দশের বাকি সাত কোম্পানির মধ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন রাষ্ট্রায়ত্ত কোম্পানি ‘রেনউইক যজ্ঞেশ্বর’-এর পিই রেশিও ২৪৪ দশমিক ৬২ পয়েন্ট, বিবিধ খাতের ‘জি কিউ বলপেন’-এর পিই রেশিও ২৩৬ দশমিক ১৮ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ‘এমারাল্ড অয়েল’-এর পিই রেশিও ২২৪ দশমিক ২৯ পয়েন্ট, চামড়া খাতের ‘লিগ্যাসি ফুটওয়্যার’-এর পিই রেশিও ১২৩ দশমিক ৮৯ পয়েন্ট, পাট খাতের স্বল্প মূলধনী কোম্পানি ‘সোনালী আঁশ’-এর পিই রেশিও ১৭৭ দশমিক ৪১ পয়েন্ট, বস্ত্র খাতের ‘মডার্ন ডায়িং’-এর পিই রেশিও ১২৫ দশমিক ৫২ পয়েন্ট এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘এপেক্স ফুড’-এর পিই রেশিও ১১০ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: