facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

বাংলার শুদ্ধচর্চা দাপ্তরিক কাজে দেবে গতি ও আনন্দ: তথ্যসচিব


০৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৬:৩৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


বাংলার শুদ্ধচর্চা দাপ্তরিক কাজে দেবে গতি ও আনন্দ: তথ্যসচিব

শহীদের রক্তে অর্জিত বিশ্বের একমাত্র ভাষা আমাদের প্রাণের ভাষা বাংলার শুদ্ধচর্চা দাপ্তরিক কাজকে গতিময় ও আনন্দদায়ী করে তুলবে। বাংলা ভাষা আমাদের অস্তিত্ব, আমাদের গর্ব। দপ্তরে-বাইরে, জীবনের সব ক্ষেত্রে এর চর্চা হতে হবে সুচারুরূপে, যত্নের সঙ্গে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সভাকক্ষে দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার ও বানান রীতি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যসচিব মরতুজা আহমদ একথা বলেন।

প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোঃ মনজুরুল রহমান।

বই ও পত্র-পত্রিকা পড়ার অভ্যাস বজায় রাখতে হবে, শুদ্ধ বানান লিখতে হবে, বলতে হবে শুদ্ধ উচ্চারণে, উল্লেখ করে মরতুজা আহমদ বলেন, সম্প্রচার মাধ্যমগুলোতে ভাষার ব্যবহার সুচারু হওয়া বাঞ্ছনীয়। এসময় মন্ত্রণালয়ের বেতার শাখাকে রেডিও অনুষ্ঠান উপস্থাপকদের উচ্চারণ তদারক করার নির্দেশনা দেন তিনি।

তথ্যসচিব বলেন, বাংলাদেশ টেলিভিশনের প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী ১৯৬৪ সালে বাংলায় ব্যাংকের চেক বই লিখে দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহারের এক অনন্য নজির গড়েছিলেন। তিনি ছিলেন এ মন্ত্রণালয়েরই কর্মকর্তা। মহামান্য আদালত দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার বিষয়ে যে আদেশ দিয়েছেন, তথ্য মন্ত্রণালয় তা পুর্ণরূপে প্রতিপালন করবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান তুলে দেন তথ্যসচিব মরতুজা আহমদ।

মহান ভাষার মাস উপলক্ষে বিশেষভাবে আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণে অতিরিক্ত সচিব সরাফ উদ্দিন আহমেদ, শাহজাদী আঞ্জুমান আরা, যুগ্ম-সচিব মোঃ আবুল কালাম আজাদ, মিজান-উল-আলমসহ মন্ত্রণালয়ের কর্মচারিরা অংশ নেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: